লাে, টম আর নিমি টাইম মেশিনের মাধ্যমে নরেন্দ্র জমিদারের যুগে এসে পৌঁছায়। জমিদারের প্রতি গ্রামবাসীদের ভালােবাসা দেখে মুগ্ধ হয় তারা। কিন্তু জানতে পারে বড় বিপদে আছেন জমিদার নরেন্দ্র। বৃটিশরা তার পিছু লেগেছে। তাকে যে কোনাে সময় হত্যা করতে পারে। ঘটনাক্রমে জমিদারের সাথে দুপুরে খাবার খাওয়ার সুযােগ পেয়ে যায় লাে। খেতে বসে জানতে পারে জমিদার নরেন্দ্রর দাদা ভবিষ্যৎবাণী করেছেন যে জমিদারের মৃত্যু ফাঁসিতে হবে। এই ফাঁসি রােধে উঠে পড়ে লাগে লাে, টম আর নিমি। সাথে রয়েছে তীরন্দাজ হাসান। কিন্তু ভাগ্য যে বড় নিষ্ঠুর হঠাই বৃটিশ সৈন্যের হাতে বন্দি হন জমিদার নরেন্দ্র। তাকে নিয়ে যাওয়া হয় নতুন এক গ্রামে। সেখানে তাকে ফাঁসির মঞ্চেও তােলা হয়। হাসানও নেই যে সাহায্য করবে। কারণ তার নিথর দেহটি পড়ে আছে উন্মুক্ত প্রাঙ্গণে। জল্লাদ যে কোনাে মুহূর্তে টান দিতে পারে ফাঁসির দড়ি। আশেপাশের সবাই চাচ্ছে যেন জমিদার নরেন্দ্রের ফাঁসি না হয়। কিন্তু কেউ এগিয়ে আসছে না। লাে অবশ্য দৃঢ়প্রতিজ্ঞ। যেভাবেই হােক সে বাচাবে নরেন্দ্র জমিদারকে। কিন্তু কীভাবে সে দাঁড়াবে বৃটিশ সৈন্যদের বন্দুকের সামনে? আর কীভাবেই বা রক্ষা করবে সকলের প্রিয় নরেন্দ্র জমিদারকে? শেষ পর্যন্ত কী লাে বাঁচাতে পেরেছিল জমিদার নরেন্দ্রকে?
লেখক মোশতাক আহমেদ এর জন্ম ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর, ফরিদপুর জেলায়। পেশায় একজন চাকুরিজীবী হওয়া সত্ত্বেও লেখালেখির প্রতি তাঁর আগ্রহ প্রচুর। এ পর্যন্ত সায়েন্স ফিকশন নিয়েই সবচেয়ে বেশি লিখেছেন। বাংলা সায়েন্স ফিকশন জগতে তার পোক্ত একটি অবস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও মোশতাক আহমেদ এর বই সমূহ ভৌতিক, প্যারাসাইকোলজি, মুক্তিযুদ্ধ, কিশোর ক্ল্যাসিক, ভ্রমণ ইত্যাদি জঁনরাতে বিভক্ত। যেকোনো একটি বিষয়ে সীমাবদ্ধ না থেকে তিনি বিভিন্ন বিষয় নিয়ে লিখতেই পছন্দ করেন। মোশতাক আহমেদ এর বই সমগ্র সংখ্যায় পঞ্চাশ পেরিয়েছে। তাঁর প্রথম প্রকাশিত বই ছিল ‘জকি’। এটি একটি জীবনধর্মী উপন্যাস। ২০০৫ সালে এটি প্রকাশিত হয়। মোশতাক আহমেদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথমে ফার্মেসি বিভাগে, পরে আইবিএতে। পরবর্তী সময়ে ইংল্যান্ডের লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অপরাধবিজ্ঞান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পড়াশোনার খাতিরেই হোক বা কর্মজীবনের তাগিদেই হোক, ব্যক্তিগত জীবনে তিনি অনেক ভ্রমণ করেছেন। সেসব ভ্রমণকাহিনীর আশ্রয়ে তাই ক্রমেই সমৃদ্ধ হয়েছে তাঁর লেখা ভ্রমণকাহিনীগুলোও। তাঁর সৃজনশীল কর্মকাণ্ড শুধু লেখালেখিতেই গণ্ডিবদ্ধ নয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাজারবাগের পুলিশ ও পাকিস্তানী হানাদারবাহিনীর মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে ঘটনার ওপর ভিত্তি করে মোশতাক আহমেদ ‘মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এটি ২০১৩ সালের মার্চ মাসে মুক্তি পায়। তাঁর পুরস্কারের ঝুলিতে এ পর্যন্ত রয়েছে ২০১৩ সালের কালি ও কলম সাহিত্য পুরস্কার, ২০১৪ সালের ছোটদের মেলা সাহিত্য পুরস্কার, ২০১৪ সালের কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার, ২০১৫ সালের সিটি আনন্দ আলো পুরস্কার এবং সর্বশেষ সংযুক্তি হিসেবে সায়েন্স ফিকশন বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৭।