বই এর শেষ ফ্লাপ আমাদের চারপাশের পৃথিবীটা দ্রুত বদলে যাচ্ছে। পাড়ার মধ্যে যে এক ফালি মাঠটায় তোমরা ক্রিকেট খেলতে, ফুটবল নিয়ে দাপাদাপি করতে হঠাৎ একদিন দেখলে সেখানে ইট, বালি জমা হচ্ছে। তারপর কয়েক মাসের মধ্যেই ধাঁ ধাঁ করে উঠে গেল পাঁচতলা মস্ত একটা বড়ো ফ্ল্যাট বাড়ি। ব্যস, মনটা এবার দ্বিগুণ খারাপ হয়ে গেল না? জায়গাটায় তো আগে ছিল একটা পুকুর। সেখানে তোমরা সাঁতার কাটতে, দাপাদাপি করে স্নান করতে। সেই পুকুর যখন ভরাট হয়ে গেল, নাকের বদলে নরুণ পেয়েছিলে তোমরা। পুকুরের বদলে খেলার মাঠ। এখন তাও গেল। শুধু কী খেলার মাঠ গেল? জায়গাটা এবার ঘিঞ্জি হয়ে উঠবে, আলো বাতাস সরে যাবে আশপাশের বাড়ি থেকে, লোকজনে ভর্তি হবার পর ধুলো-ধোঁয়ায় ভরে উঠবে আশপাশ। চেনা পরিবেশটা বদলে যাবে একেবারে। ঠিক এই ভাবেই বদলে যাচ্ছে আমাদের চেনা জগৎটা, দূষিত হয়ে উঠছে আশপাশের পৃথিবী। এবং এসব যে ঘটছে তার অনেকটাই মানুষের লোভের পরিণতি। কেন, কীভাবে সেইসব তোমাদের সামনে সহজ ভাষায়, গল্পের মত করে তুলে ধরতে কলম ধরেছেন অনিন্দ্য ভুক্ত, পরিবেশ ও তার দূষণ নিয়ে যিনি দীর্ঘদিন ধরেই লিখে চলেছেন বড়োদের জন্যও। এই লেখার উদ্দেশ্য কিন্তু শুধু এই নয় যে তোমরা কেবল দূষণের কথা পড়বে, জানবে। উদ্দেশ্যটা আরো বড়ো। তোমরা যারা ছোটো, তারা বড়ো হয়ে মানুষের এইসব অন্যায় কাজের প্রতিবাদ করতে শিখবে, লড়াই করতে শিখবে পরিবেশের যাবতীয় দূষণের বিরুদ্ধে। এই সিরিজের বইগুলি সমাজ ও পরিবেশ দূষিত হচ্ছে পৃথিবী দূষণের ক্ষয়ক্ষতি সবাই মিলে ভাবতে হবে লড়াই করে বাঁচতে হবে