দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় (১৮৪৪-৯৮) এক কলকাতা আগমনের পূর্ববর্তী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনকথা ঊনবিংশ শতাব্দী বাংলার নবজাগরণের যুগ। বাংলার জীবনপ্রবাহ গ্রাম্যনদীর মতো জনপদের সঙ্গে মিতালি করে সামন্ততান্ত্রিক চিন্তাদর্শ প্রভাবিত জীবন- সংসারের তটপ্রান্ত দিয়ে প্রবহমান ছিল। ঊনবিংশ শতাব্দীতে য়ুরোপের বুর্জোয়া চিন্তাদর্শের প্রভাবে গ্রাম্যনদীটি ভৈরবী রূপ নিয়ে মহাসমুদ্রের প্রবল জলকল্লোলের মধ্যে পরিণতি লাভে চঞ্চল হয়ে উঠল। ফলে উক্ত শতাব্দীতে কর্ম ও চিন্তার নব নবোন্মেষশালিনী সৃষ্টি শক্তির স্ফুরণে বাংলা তথা ভারতে আধুনিক যুগের সূত্রপাত । হিন্দু ও মুসলমান শিক্ষা ও ঐতিহ্যে সুস্নাত রামমোহন প্রথম য়ুরোপের উন্নত বুর্জোয়া সভ্যতার স্বরূপটি উপলব্ধি করেন। এই স্বরূপ উপলব্ধির ফলে প্রাচ্য- প্রতীচ্য চিন্তার সমন্বয় ঘটিয়ে একদিকে আধুনিক সামন্ততান্ত্রিক চিন্তার বিরুদ্ধে তাঁর ধর্মযুদ্ধ ঘোষণা, অন্যদিকে আধুনিক বুর্জোয়া ভাবাদর্শে দেশবাসীর যৌক্তিকতার চেতনাটিকে সমৃদ্ধ করার জন্য তাঁর নিরবচ্ছিন্ন নিরলস প্রয়াস। সমাজ-আন্দোলনে রামমোহনের কর্মযজ্ঞের শুরু, রাষ্ট্রীয় আন্দোলনের কর্মযজ্ঞের সামগ্রিকতায় তার পরিণতি। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের প্রথম পথিকৃৎ ও আধুনিক ভারতের জনক রামমোহনের মুষ্টিমেয় উত্তরসাধকদের একজন হলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। রামমোহনের মতো সমাজ আন্দোলনে দ্বারকানাথের কর্মযজ্ঞের সূত্রপাত ও রাষ্ট্রীয় আন্দোলনে তার পরিণতি ।