"চে : বন্দুকের পাশে কবিতা" বইয়ের ফ্ল্যাপের লেখা: চে গুয়েভারা লাতিন আমেরিকার একজন বিপ্লবীর নাম। গােটা বিশ্বের বিপ্লবীদের অনুপ্রেরণাও তিনি। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তিনি অনুপ্রাণিত করেছেন আমাদের মুক্তিযােদ্ধাদের । পৃথিবীতে অনেক বিপ্লবীই জনমানষের মক্তির জন্য লড়াই করেছেন। কিন্তু এমন বিপ্লবী বােধহয় খুঁজে পাওয়া দুষ্কর, যিনি বিপ্লব করেছেন এবং সারা বিশ্বের বিপ্লবী থেকে শুরু করে কবি-সাহিত্যিক-শিল্পী সবাইকে উজ্জীবিত করেছেন। নিপীড়িত মানুষের জন্য বিপ্লব করতে গিয়ে রাষ্ট্রীয় বড় পদ এবং সমাজ-সংসার-স্ত্রী-সন্তান ছেড়েছেন। চে-র বিপ্লবী জীবনের শুরু সহযােদ্ধা ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবার স্বৈরশাসক বাতিস্তার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে। সেই বিপ্লবে সাফল্য অর্জন করেন কিন্তু পরে কঙ্গো আর বলিভিয়ায় বিপ্লব কৰাতে গিয়ে চে সফল হতে পারেননি। চে ছিলেন এমন একজন বিপ্লবী, যিনি বন্দুক হাতে বনে-জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন, কিন্তু তখনাে তার সঙ্গে কবিতা থাকত। ১৯৬৭ সালে বলিভিয়ার এক অরণ্যে মার্কিন মদদপুষ্ট বলিভিয়ার সেনাবাহিনীর হাতে চে আটক হন। তাকে নির্মমভাবে হত্যা করা হয় তবে এই মত্যর মধ্য দিয়ে পৃথিবীর মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হিসেবে এক নতুন চে-র জন্ম হয়। এই চে আরও শক্তিশালী। চে কবিতা লিখতেন। বিশ্বের কবিরা তাঁকে নিয়ে লিখেছেন অসংখ্য কবিতা! মৃত্যুহীন এই বিপ্লবীকে জানতে বইটি সহায়ক হবে।
জন্ম ২ জানুয়ারি ১৯৪৬। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর । সাপ্তাহিক একতার প্রথমে ভারপ্রাপ্ত সম্পাদক (১৯৭০-৭৩) এবং পরে সম্পাদক ছিলেন (১৯৭৩-৯১)। সম্পাদক * ছিলেন ভােরের কাগজ (১৯৯২-৯৮) পত্রিকার । প্রথম আলাের সম্পাদক (১৯৯৮ সাল থেকে)। উল্লেখযােগ্য গ্রন্থ ধনিকগােষ্ঠীর লুটপাটের কাহিনী (যৌথ, ১৯৮৭), খোলা হাওয়া খােলা মন (১৯৮৮), ইতিহাসের সত্য সন্ধানে বিশিষ্টজনদের মুখােমুখি (২০০৪), শহীদ নূর হােসেন (যৌথ, দ্বি. স. ২০১৩), আকাশভরা সূর্যর্তারা : কবিতা-গান-শিল্পের ঝরনাধারায় (২০১৪), মুক্ত গণতন্ত্র রুদ্ধ | রাজনীতি, বাংলাদেশ ১৯৯২-২০১২ (২০১৪)। এ ছাড়া উল্লেখযােগ্য সম্পাদিত গ্রন্থ একুশের পটভূমি : একুশের স্মৃতি (২০০৩), আমাদের কালের নায়কেরা ( (২০০৩), কৃতীদের মুখ (২০০৪), আলতাফ মাহমুদ: এক ঝড়ের পাখি (২০০৫) ফিলিপাইনের ম্যানিলা থেকে ‘সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যােগাযােগ’-এ ২০০৫ সালে পেয়েছেন র্যামন ম্যাগসাইসাই পুরস্কার ।।