“বঙ্গবন্ধুর রসবোধ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সকল প্রজন্মের মানুষের কাছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু একজন মহানায়ক, একজন হিরাে। কিন্তু হিরােও সবসময় শুধু প্রতিবাদমুখর বা অন্যায়ের বিনষ্টকারী চরিত্র ধারণ করে থাকেন না। এর বাইরে তার একটি জীবন থাকে। পরিবার-পরিজন থাকে, বন্ধু-বান্ধব থাকে, সহকর্মীরা থাকে। তাদের সাথে হাসি-ঠাট্টা থাকে, আনন্দ-আড্ডা থাকে। স্বপ্ন থাকে একটি সুন্দর জীবনের । সকল অসাধারণ মানুষেরই একটি সাধারণ জীবন থাকে। সেই সাধারণ জীবনকে না দেখলে সেই মানুষটিকে সম্পূর্ণভাবে দেখা হয় না। জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুর জীবন আরও পুঙ্খানুপুঙ্খভাবে। উপস্থাপিত হবার দাবি রাখে। এই গ্রন্থে বঙ্গবন্ধুর। জীবনের কেবল একটি দিককে বেছে নেয়া হয়েছে। সেটি হলাে বঙ্গবন্ধুর রসবােধ। এই রসবােধ দিয়ে বঙ্গবন্ধু কখনও পারিবারিক বন্ধনকে দৃঢ় করেছেন, কখনও সহকর্মীদের সাহস যুগিয়েছেন, কখনও শত্রুর তীরকে ফিরিয়ে দিয়েছেন কখনও-বা অস্বাভাবিক প্রথাকে ব্যঙ্গ করেছেন। তবে এই রসবােধকে তিনি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন হাজারাে মানুষকে আপন করার ক্ষেত্রে। তাই বঙ্গবন্ধুর রসবােধ নিয়ে এই। আলােচনাটি তাঁর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এমনকি কখনও কখনও তার আন্তর্জাতিক ক্ষেত্রের। কূটনৈতিক কৌশলকেও অন্তর্ভুক্ত করেছে।