১. অষ্ট্ৰিয়া (AUSTRIA ) —অষ্ট্ৰিয়া প্রজাতন্ত্র The Republic of Austria (Republik Osterreich) রাজধানী (Capital)—ভিয়েনা (ডানিয়ুব নদীর তীরে) Vienna. মহাদেশ (Continent)—ইউরোপ (Europe) চতুঃসীমা (Bounds)— পূর্বে-স্লোভাকিয়া, হাঙ্গেরী, উত্তর-পূর্বে চেক প্রজাতন্ত্র, উত্তর-পশ্চিমে- জার্মানি, দক্ষিণে-ইতালি, দক্ষিণ-পূর্বে-স্লোভেনিয়া, পশ্চিমে-সুইজারল্যান্ড। দেশের আয়তন (Area) – 83879 বর্গ কিলোমিটার / 32386 বর্গ মাইল। জনসংখ্যা (Population) - 84,19,000 জন (2011 সাল) (প্রতি বর্গ কিমিতে 100 জন ) সাক্ষরতার হার (Literate ) – 99 percent সময়ের মান—গ্রিনিজ 1 স্বাধীনতা দিবস (Independence day) -- 30.10.1918 জাতীয় দিবস (National day) – 26 অক্টোবর। (প্রজাতন্ত্র দিবস 13.05.1955) রাষ্ট্রসংঘে অন্তর্ভুক্ত (UNO'S recognition) - 14.12.1955 পতাকার সরকারি স্বীকৃতি (Recognition by State) – 01.05.1945 সরকারি ভাষা—জার্মানি, এছাড়া হাঙ্গেরিয়ান, স্লাভানিয়ান ধর্মীয় সম্প্রদায়—খ্রিস্টান (রোমান ক্যাথলিক 78 percent, প্রটেস্টান 5 percent), মুসলিম 2 percent, ইহুদি 5 percent রাষ্ট্রের পরিচালন ব্যবস্থা—9টি রাজ্য নিয়ে গঠিত এই দেশ। যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র (চ্যান্সেলর প্রধান)। পার্লামেন্টের নাম—বুনদেশভাব সামলাং (ফেডারেল কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিল) মুদ্রার নাম—ইউরো (EUR) জলবায়ু—মহাদেশীয়। গড় আয়ু—পুরুষ 76, নারী 81 বছর। খনিজ সম্পদ—লিগনাইট, খনিজ তেল, লোহা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা, গ্রানাইট। কৃষিজ সম্পদ–ধান, গম, যব, আখ, চিনিবিট, আলু, আঙুর (প্রধান কৃষিজ সম্পদ)। প্রাণীজ সম্পদ—গরু, ছাগল, শুকর, ভেড়া, ঘোড়া, ভালুক, নেকড়ে, ঈগল, বাজ, পেঁচা, আইবেক্স, ক্যামইস । অরণ্য সম্পদ—আল্পস পার্বত্য অঞ্চল জুড়ে বিস্তীর্ণ বনভূমি আছে।