২০১৪-র শুরুতেই (১ জানুয়ারি তাঁর জন্মদিন) অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবর্ষ। দীর্ঘদিন পর্যন্ত তাঁকে একমাত্র ‘তিতাস একটি নদীর নাম'-এর স্রষ্টা হিসেবেই বিবেচনা করা হতো। মনে করা হতো অসাধারণ এই সাহিত্যসৃষ্টি ছাড়া আর তাঁর তেমন উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি নেই। কিন্তু এখন আমরা জানি, ‘তিতাস' তাঁর শ্রেষ্ঠ শিল্পকর্ম হলেও শিল্পী হিসেবে তাঁর সামগ্রিকতাই তাঁকে অনন্য করেছে। প্রান্তিক জীবনের ব্রাত্য এক কিশোর জীবনের প্রতিস্পর্ধী বাস্তবতার মধ্য দিয়ে বেড়েই শুধু ওঠেননি, তার নুন ও গুণ তাঁকে হ্রস্ব আয়ুতে দীর্ঘ শিল্পান্বেষার তৃষ্ণা দিয়েছে। বিভাগপূর্বকালের ঔপনিবেশিকতার কাছে আত্মসমর্পণ না করে তিনি তাকে অস্বীকারের যে প্রতিজ্ঞা নিজের মধ্যে লালন করেছেন তাই তাঁর সাঁইত্রিশ বছরের জীবনকে জন্মশতবর্ষের আলোয় উজ্জ্বলতর করেছে। তাঁর স্বল্পসংখ্যক কিন্তু অসাধারণ সব ছোটোগল্পের প্রস্তুতি থেকে ধ্রুপদী উপন্যাস রচনার যে প্রেরণা তিনি পেয়েছেন তা নানামাত্রিকায় তাঁর অন্য রচনাসমূহকেও ঋদ্ধ করেছে। যখন অনুবাদ করেছেন কিংবা ডিসকোর্স লিখেছেন অথবা নানা অঞ্চল ঘুরে সংগ্রহ করেছেন লোকজীবন ও সংস্কৃতির নানা উপাদান এবং তাতে সন্ধান করেছেন এর রূপ ও রস তখনও তাঁর মৌলিক প্রতিভা সেসবকে আত্মস্থ করতে ভোলেনি। জন্মশতবর্ষের এই বই তাই অদ্বৈত মল্লবমর্ণের অন্তর্যাত্রার এক আন্তরিক ও বিশ্বস্ত প্রকাশ। তা পাঠ হয়তো হয়ে উঠবে তাঁকে ও তাঁর সৃষ্টির প্রাথমিক পাঠ।
মাকসুদা খাতুন ও সিরাজুল হকের সন্তান শান্তনু কায়সার ১৯৫০ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ (সাজনমেঘ) গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাঠগ্রহণের পর বিভিন্ন কলেজ ও দুটি বিশ্ববিদ্যায়ে অধ্যাপনা শেষে অবসর গ্রহণ করলেও সাহিত্যপাঠ ও চর্চায় তিনি নিরলস কর্মী। কবিতা, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ, সম্পাদনা মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁয়তাল্লিশ। সাহিত্যে অনুবাদের জন্য এ পর্যন্ত তিনি প্রত্যাশা (সাহিত্য) পুরস্কার, ১৯৯০; আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৫; অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কার, ১৯৯৯; কুমিল্লার কাগজ পুরস্কার, ২০০৫-এ ভূষিত হয়েছেন। ২০১৩-য় পেয়েছেন অদ্বৈত সম্মাননা ও জীবনানন্দ পুরস্কার। তাঁর নাটকের মধ্যে রয়েছে : বাংলা একাডেমি প্রকাশিত নাট্যত্রয়ী (সাজনমেঘ, রূপান্তর, আমরা), সন্দেশ প্রকাশিত তুমি এবং অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত তিতাস একটি নদীর নাম। এছাড়া বাংলা একাডেমি প্রকাশ করেছে শেকস্পীয়রের সমকালীন স্প্যানিশ নাট্যকার লোপে দে ভেগার কৃষক-নাট্য ফুয়েন্তে অভিজুনা। একাডেমি থেকেই প্রকাশিত হয়েছে রবার্ট ব্রাস্টেইনের থিয়েটার অব রিভোল্ট অবলম্বনে বিদ্রোহী নাট্যতত্ত্ব : ত্রয়ী নাট্যকার। শুদ্ধস্বর প্রকাশ করেছে কাব্য ও নাট্য : কাব্যনাট্য।