বইয়ের সামারীঃ ‘Employers Vs Employees Mindset’ নামক বইটিতে লেখক মানজুর আহম্মেদ একটি প্রতিষ্ঠানে উদ্ভূত মানবসম্পদ সংক্রান্ত সম্ভাব্য সমস্যা সম্পর্কে আলোকপাত করেছেন যা প্রতিষ্ঠানের উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। যেকোনো প্রতিষ্ঠানের একটি অন্যতম সমস্যা হচ্ছে নিয়োগকর্তা এবং কর্মচারীর মধ্যে জটিল সম্পর্ক যা একটি প্রতিষ্ঠানের শিকড়কে ক্ষতি করতে পারে। এরূপ সমস্যা সমাধান কিভাবে করা যায় লেখক এই বইটিতে তা বর্ণনা করেছেন। এছাড়া কিভাবে বিকল্প কিন্তু কার্যকর উপায়ে কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানো যায় এবং তাদের কর্ম মূল্যায়ন প্রতিবেদনের অসম্পূর্ণতা ও এর বিকল্প পন্থা সম্পর্কে বইটিতে বলা হয়েছে। বইটি পঠনের মাধ্যমে একজন পাঠক লেখককর্তৃক নির্মিত কুইজ দ্বারা তাঁর ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতা যাচাই করতে পারবেন। বইটিতে একজন কর্মী কিভাবে একের অধিক তত্ত্বাবধায়কের সাথে সফলভাবে সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করবেন তার উপর আলোকপাত করা হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে কর্মীদের ‘Ego’ সমস্যার কুফল ও তা সঠিকভাবে নিরূপণের উপায়ও বর্ণনা করা হয়েছে। তাছাড়া উপযুক্ত প্রার্থীর সাথে বেতন সম্পর্কিত আলোচনার কৌশল, বহুমাত্রিক ভুল থেকে শিক্ষা গ্রহণ এবং ‘ক্ষমা প্রার্থনার ক্ষমতা’ সম্পর্কে এই বইটিতে আলোচনা করা হয়েছে যেগুলো কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে শুধু সুসম্পর্কই নিশ্চিত করবে না বরং একটি প্রতিষ্ঠানের কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।
Manjur Ahmed (HR) চট্টগ্রামের প্রাণকেন্দ্রে বেড়ে উঠা জনাব মনজুর আহম্মেদ বিগত এক দশক ধরে মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার উপর অসংখ্য আর্টিকেল এবং কলাম লিখে আসছেন নিয়মিতভাবে। ‘Employers Vs Employees Mindset’ নামক ইংরেজি বইটিতে তিনি ১৬টি বাস্তব এবং চিত্তাকর্ষক মানবসম্পদ সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেছেন যেগুলো গত তিন বছর ধরে সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ‘দ্যা ডেইলি স্টার’ ও ‘দ্যা নিউ নেশন’ এ প্রকাশিত হয়েছে। লেখকের মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রে সুদীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠা থেকে এমবিএ, পাবলিক এফেয়ার্স ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদে ‘ডক্টর অফ বিজনেস এডমিনিস্ট্রেশন’ এ অধ্যয়নরত আছেন।