মুখবন্ধ CBSE-এর নতুন সিলেবাস অনুসারে এই গ্রন্থটি লেখা হয়েছে। প্রসঙ্গক্রমে দু-চার কথা বলা যাক।
আগে CBSE-এর বাংলা বিষয়ের সিলেবাসের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলার সিলেবাসের মিল ছিল যথেষ্ট। তাই এতদিন অনেক বিদ্যালয়ে মাধ্যমিকের ব্যাকরণ ও রচনা বই অনুসৃত হত। এখন CBSE-র সিলেবাস পরিবর্তিত হয়েছে-প্রশ্নের ধারাও পরিবর্তিত হয়েছে। অতএব ছাত্রছাত্রীদের নতুন সিলেবাস অনুযায়ী CBSE-এর ব্যাকরণ নির্দিষ্ট বইয়ের প্রয়োজন হয়ে পড়েছে। সেই সঙ্গে নির্মিতির অর্থাৎ ‘রচনা-কৌশল’-এর জন্য বইও প্রয়োজন। সেই দিকে লক্ষ রেখে CBSE-র বাংলা ভাষা পাঠ্যের ‘নির্মিতি ও ব্যাকরণ' বই প্রকাশ করা হল। ব্যাকরণের জন্য কোন বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই বলে অনেকে বলেন। কিন্তু এ কথা মেনে নেওয়া যায় না। মোটামুটি ব্যাকরণের একটা ধারণা না থাকলে ব্যাকরণের (প্রশ্নের) সঠিক উত্তর করা কষ্টকর—সেটা আন্দাজে করা যায় না। শিক্ষার্থীর ‘ভাবনা- জগত’কে বিস্তৃত করার জন্য একটু বিস্তৃত (গভীরে) আলোচনার অপেক্ষা রাখে। বাংলা ভাষা ও রচনা-কৌশল সম্পর্কে তাদের জ্ঞান-ভাণ্ডারের সমৃদ্ধ করার প্রয়োজন আছে বলে মনে করি। মনে রাখা দরকার অন্যান্য বিষয়ের ন্যায় নির্মিতি ও ব্যাকরণের বিষয়গুলিও অনুশীলন করা অবশ্য কর্তব্য, নতুবা বাংলায় ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। সেই দিকে নজর রেখে বইটিতে বিভিন্ন অধ্যায়গুলিকে ব্যাখ্যার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজবোধ্য করার চেষ্টা করা হয়েছে। ‘নির্মিতি ও ব্যাকরণে'-এ বোধ-পরীক্ষণ, অনুচ্ছেদ রচনা, পত্র লিখন, গল্প রচনা, ভাব-সম্প্রসারণ, বিজ্ঞপ্তি, প্রতিবেদন রচনা প্রভৃতি বিভিন্ন রীতির রচনার ‘রচনা-কৌশল' সীমিত পরিসরে আলোচনা করা হয়েছে। যথেষ্ট সংখ্যায় বিভিন্ন পদ্ধতির প্রয়োগ দেখানো হয়েছে। ব্যাকরণের সাধারণ ধারণা তৈরীর পরিপ্রেক্ষিতে আলোচনাও রয়েছে। ব্যাকরণের নানা ধরনের প্রশ্নের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। বোর্ডের পরীক্ষা প্রশ্নের নমুনাও যুক্ত করা হয়েছে এর সঙ্গে। আশা করি ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। সংশ্লিষ্ট সকলের আনুকূল্য লাভ করলে বাধিত হবো। শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকার অমূল্য পরামর্শ সাদরে গৃহীত হবে। শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ সাফল্য কামনা করি । এই গ্রন্থ প্রস্তুতিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।