ভূমিকা বর্তমান পেক্ষাপটে দেশের রাজনীতি, অর্থনীতি ও নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে গত এক-দেড় বছরে দেশের পত্রপত্রিকায় আমার যেসব লেখা ছাপা হয়েছে তা নিয়ে এ বইটি। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার মানুষ দিয়ে সোনার বাংলা গড়তে। যে বাংলা হবে, কবি গুরুর সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্ধের রুপশী বাংলা রপের যার নাইকো শেষ। স্বাধীন বাংলাদেশ গঠনের চেতনা নিয়েই রাষ্ট্র ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি সম্পর্কে আলোকপাত করা হয়েছে বইটিতে। আগরতলা বাংলা ও বাঙালির অতীত এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা আমাদের রক্তাক্ত মুক্তিযুদ্ধের অন্যতম ভারতীয় ঠিকানা। আগরতলা, এক অর্থে ছিল আমাদের মুক্তিযুদ্ধের অলিখিত রাজধানী। দেশত্যাগী শরনার্থী বাঙালিদের, বিদ্রোহী ইপিআর, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের প্রথম আশ্রয়স্থল ছিল আগরতলা। বাঙালির জাতীয়বাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে করা হয়েছিলো তথাকথিত ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’। এই মামলাকে কেন্দ্র করেই ফাঁসিতে ঝোলাবার চেষ্টা হয়েছিল বাঙালির স্বাধীনতার প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমানকে। বিস্ময়কর হলেও সত্য, সেই আগরতলাই মাত্র কয়েক বছরের ব্যবধানে হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডেটলাইন । বইটিতে উল্লেখ করা হয়েছে আগরতলা ও মুক্তিযুদ্ধের কিছু ঘটনা। বইটিতে জনসংখ্যা সমস্যা সম্পর্কে একটি লেখা স্থান পেয়েছে। আয়তনে বাংলাদেশ নিতান্তই ক্ষুদ্র দেশ। কিন্তু জনসংখ্যায় বিশ্বের শীর্ষ সাতটি দেশের একটি।
বাংলাদেশ ছড়া সংসদ, নারায়ণগঞ্জ । সভাপতি : বাংলাদেশ লােকছড়া সহ-সভাপতি : বাংলাদেশ সাহিত্য লীগ প্রকাশিত গ্রন্থ পুতুলের বিয়ে। সােনার খাঁচায় ময়না পাখি লাল টুক টুক বউ ছু মন্তর ছু। দাদুর পিঠে নাতি প্রাপ্ত পুরস্কার নবাব ফয়জুন্নেসা স্বর্ণপদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা পদক শেখ রাসেল স্মৃতি পদক আমরা কুঁড়ি শিশু কিশাের সম্মাননা পদক পােয়েট অব পলিটিক্স সম্মাননা পদক ও স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক মাদক বিরােধী দিবস সম্মাননা পদক উল্লেখযােগ্য।