বাংলা কথাসাহিত্যে নারী চরিত্রের ভূমিকা নিয়ে সাম্প্রতিক কালে নানা ধরনের চর্চা-গবেষণা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে গত পঞ্চাশ-ষাট বছরে সামাজিক ক্ষেত্রে মেয়েদের কর্ম-পরিধি বিচিত্র বিস্তার লাভ করেছে। মেয়েদের জীবনে স্বাভাবিকভাবেই উদ্ভূত হয়েছে নানারকমের সমস্যা। স্বাধীনতা-পরবর্তী বাংলা উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত কর্মরতা মেয়েদের ভূমিকা শুধু উপন্যাসের আলোকে এইসব কর্মরতা মেয়েদের ভূমিকা ও অবস্থানের অনুপুঙ্খ আলোচনাই নয়, সেই সঙ্গে বাঙালি মধ্যবিত্ত নারীদের কর্মজগতে প্রবেশের ক্ষেত্রে দ্বিধা, দ্বন্দ্ব, সংকট ও সংকট-উত্তরণের কাহিনিও। শতাধিক উপন্যাসের নিবিড় আলোচনার মাধ্যমে লেখিকা উপস্থিত করেছেন কর্মরতা মেয়েদের কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করবার সংগ্রামের ইতিহাস। জীবিকা কেন্দ্রিক সমস্যা ও সমস্যার সমাধানের সূত্র অনুসন্ধানের সঙ্গে সঙ্গেই লেখিকা তুলে ধরেছেন কর্মরতা নারীদের বিষয়ে পরিসংখ্যান ও কর্মরতা নারীদের আইনি সুযোগ সুবিধার দিকটিও। আশা করা যায় বাংলা সাহিত্যের অনুসন্ধিৎসু পাঠকের চাহিদা পূরণ করবার সঙ্গে সঙ্গেই এ গ্রন্থ সমৃদ্ধ করবে অর্থনীতি, সমাজবিজ্ঞান ও মানবীবিদ্যা চর্চার-ক্ষেত্রকেও।
Title
স্বাধীনতা-পরবর্তী বাংলা উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত কর্মরতা মেয়েদের ভূমিকা