বইয়ের বর্ণনা বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়টি অনেক বিস্তৃত। প্রত্যেকটি প্রাণীই একটি নির্দিষ্ট পরিবেশে অবস্থান করে ঐ প্রতিবেশব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্যশৃঙ্খলে সুনির্দিষ্ট অবস্থানের কারণে যে কোন একটি প্রাণী ক্ষতিগ্রস্থ হলে গোটা পরিবেশের উপর নেমে আসে বিপর্যয়। কিন্তু বিভিন্ন প্রাণীর ভূমিকা সর্ম্পকে সঠিক জ্ঞানের অভাবে আমরা প্রতিনিয়ত এসব প্রাণীদের ধ্বংস করে চলেছি। এই বইয়ে মূলত পরিবেশ ও প্রতিবেশব্যবস্থায় বিভিন্ন বন্যপ্রাণীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এদেশের বন্যপ্রাণীর প্রধান চারটি দল উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর উপকারী ভূমিকা সাধারণ পাঠকের উপযোগী করে তুলে ধরা হয়েছে। দারিদ্রতা, অপরিকল্পিত নগরায়ন, শিল্প-কারখানার দূষণ বাংলাদেশের পরিবেশকে ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্থ করছে যার কারণে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য। ফলে প্রাণীজগত হয়ে পড়ছে কোনঠাসা ও বিপদগ্রস্থ যা পৃথিবী থেকে তাদের বিদায়ের পথ তরান্বিত করছে। বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীদের তালিকা বেশ লম্বা এবং এই তালিকাটি ক্রমেই বড় হচ্ছে। উপযুক্ত গবেষণা ও তথ্যের অভাবে অনেক ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ নেয়া সম্ভব হয় না। সাধারণ জনগণের মাঝেও রয়েছে সঠিক জ্ঞান ও সচেতনতার অভাব। দারিদ্রতা ও শিক্ষার অভাব অনেক ক্ষেত্রেই মূল অন্তরায় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশের উপর থেকে অশনি সংকেত ঘোচাতে প্রয়োজন সচেতনতা ও সঠিক উদ্যোগ। বর্তমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে এখনও যা টিকে আছে তাদের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা জরুরী।