কাঞ্চনজঙ্ঘা শিখরে বসন্ত সিংহরায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার স্বপ্ন বহুদিন ধরে দেখতাম। অবশেষে ১৭ মে, ২০১০-এ সেই স্বপ্ন সফল হল। এরপর আর কোনো স্বপ্ন নেই। কিন্তু তা কি হয়। পাহাড়ে চড়া তো নেশা। আর হিমালয়ে! যে একবার এর প্রেমে পড়েছে তার পক্ষে এর বাঁধন ছিঁড়ে বেরুনো মুশকিল, আমিও পারলাম না। যখন দেখলাম এভারেস্টের মতন শৃঙ্গ সহজেই আরোহণ করতে পেরেছি, তখন আর কোনো ভয় নেই। তবে অভিযান সংগঠিত করা কিন্তু সহজ হয়নি। এভারেস্ট আরোহণ করার পরে অনেকেই জিজ্ঞাসা করেছে, এরপর কি? উত্তর জানা থাকলেও কাউকে বলিনি আমাদের পরিকল্পনার কথা। বলা সম্ভবও ছিল না। কারণ তখনও প্রচুর আর্থিক বোঝা আমাদের কাঁধে। সেই বোঝা যত ধীরে ধীরে আমাদের কাঁধ থেকে নামতে থাকল ততই আমরা এগোতে থাকলাম আমাদের পরবর্তী লক্ষ্যের দিকে। এভারেস্ট তো ছিল আমাদের স্বপ্ন, আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের স্বপ্নের অতীত। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গকে প্রথম দেখি পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু জায়গা সান্দাকফু থেকে। সেটা ১৯৮৮ সাল। তার আগে পাহাড় দেখা বলতে বক্সাদুয়ার-জয়ন্তি ট্রেকিং করতে এসে। তবে প্রথম কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখে খুব ভাল লেগেছিল। আর তার সাথে মনে মনে সম্ভ্রমও হয়েছিল। সত্যি বলছি তখন ভাবতেও পারিনি যে আমি ঐ পর্বতমালায় অভিযান করবো। তারপর তো সব আজ ইতিহাস ।