‘ঐশীশক্তির বিজয়গাথা’ বইটি মোঃ শাহজাহান ইকবাল এর লেখা একটি ইসলামিক বই । মোঃ শাহজাহান ইকবাল ১৯৫৮ সালের ১ মার্চ বরগুনা জেলার অন্তর্গত পাড়কান্দা গ্রামে জন্মগ্রহন করেন । তিনি স্থানীয় মক্তব থেকে শুরু করেন তার লেখাপড়া , এবং পরবর্তীতে তিনি একে একে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে । পরে তিনি শিক্ষকতার পেশায় যুক্ত হন , এবং বর্তমানে তিনি কাস্টমস অ্যান্ড ভ্যাট ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন । তার লেখা ঐশী শক্তির বিজয় গাঁথা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় । বইতি প্রকাশিত হয় বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোঃ শিহাবউদ্দিন । আমরা যারা মুসলমান , তাদের অনেকেই এখন আমরা আমাদের ধর্মীয় জ্ঞান থেকে অনেক দূরে সরে গিয়েছি , আমাদের মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরন করেছেন , যার সমাপ্তি ঘটে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর আগমনের মধ্য দিয়ে । নবী রাসুলেরা তাদের জীবনে করেছেন নানান কাজ কর্ম , যা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় । হযরত মুহাম্মদ সাঃ এর জীবন সম্পর্কে ও তার সকল কথাই হাদিস হিসেবে আমাদের জন্য সংরক্ষন করেছেন তার সাহাবীরা , যাতে আমরা আমাদের জীবন যাপন করার জন্য ধারনা পেতে পারি । বইটি তে কয়েকটি খন্ডে খন্ডে প্রকাশ করা হয়েছে কয়েকজন নবী রাসুলের জীবনের সংক্ষিপ্ত জীবনী , যা আমাদের জানা থাকা দরকার , এবং যা আমাদের ইসলাম সম্পর্কে উদ্ভুদ্দ করবে ও ইসলামকে বুঝতে সাহায্য করবে । বইটি তে আমরা আমাদের নবী রাসুলদের জীবন সম্পর্কে জানতে পারবো ও তা আমাদের চরিত্র গঠনে ও ইমান মজবুত করতে ভুমিকা রাখবে না নিঃসন্দেহে বলা যায় ।