"সক্রেটিস থেকে সার্ত্রে : দার্শনিক অন্বেষা" বইটির সম্পর্কে কিছু কথা: মধ্যযুগের ইসলামী চিন্তাবিদরাই একদিন এই আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার পৃথিবীটাকে গড়ে তুলেছিলেন। ইসলামী চিন্তাবিদদের হাত ধরেই ভারত, চিন বা ইউরােপের জ্ঞানচর্চার আদান-প্রদান বা ইসলামের হাত ধরেই যে ইউরােপ হদিশ পেয়েছিল অ্যারিস্টটল-সক্রেটিস বা প্লেটোর চিন্তা-ভাবনা বা জ্ঞানের আর এই জ্ঞানের স্বাভাবিক বিকাশ আমরা যে মার্কস থেকে ফরাসি চিন্তাবিদ সাজেকে পাই। এটা আজ অনেকের ভাবনাতেই আসে না। যেমন আমরা। মনে করতে পারি নামকা বিক্রমপুরের ভূমিপুত্র। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক দীপঙ্কর শ্রীজ্ঞান বা প্রাচীনিতিহাসের মহাজ্ঞানী কুমিল্লা জেলার মহাস্থবির শীলভদ্রের কথা। আমরা ভুলে গেছি জ্ঞানচর্চায় ভেজা মাটি আর বাতাসের এই বাংলাদেশের ঐতিহ্যের কথা। আমাদের ভুলে যাওয়া ঐতিহ্যের কথা মাথায় রেখেই দীপঙ্কর শ্রীজ্ঞান বা শীলভদ্রের জন্মস্থান বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের দর্শন, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজতত্বের ছাত্র বা সাধারণ জিজ্ঞাসু পাঠকের মনে আধুনিক পৃথিবীর জ্ঞানচর্চার সূত্রটাকে ধরিয়ে দেওয়ার জন্য জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এলটন অধ্যাপক টি.জে. লেভিন- এর লেখা আমাদের এই বই ‘সক্রেটিস থেকে সাত্রে- একটি দার্শনিক অনুসন্ধান।