"ছোটদের ইসলামী গল্প সমগ্র" বইটি সম্পর্কে কিছু কথাঃ “হে মহান সম্রাট! আপনি ঠিকই শুনেছেন। আমরা এক নতুন ধর্ম গ্রহণ করেছি। তা হলে শুনুন সেই ধর্মের কথা । এতাে দিন আমরা অজ্ঞতা ও মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। এক আল্লাহকে ভুলে আমরা অসংখ্য মূর্তির পূজা করতাম। আমরা মরা জীবজন্তুর গােশত এবং অন্যান্য অপবিত্র জিনিস আহার করতাম। জুয়া, চুরি, লুটতরাজ ইত্যাদি পাপাচারে আমরা লিপ্ত ছিলাম। আমাদের মধ্যে দয়া-মায়া, ন্যায় ও সততার লেশমাত্র ছিলাে না। সমাজে যারা দুর্বল তাদের ওপর সবলরা জুলুম-নিপীড়ন চালাতাে। আমাদের চরিত্র ছিলাে বর্বর পশুর মতাে। এমন এক সময় মহান আল্লাহ আমাদের মাঝে একজনকে নবী করে পাঠিয়েছেন। তিনি সত্যবাদী, আল্লাহভীরু, চরিত্রবান ও ন্যায়বান মানুষ। শত্রু-মিত্র সবাই তার খুব প্রশংসা করে, সবাই তাকে সত্যবাদী বলে জানে। মুহাম্মদ সা. সবাইকে এক আল্লাহর অনুগত হবার কথা বলেছেন। আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দিচ্ছেন। মূর্তিপূজা, জুলুম ও নিপীড়নের পথ তিনি পরিহার করতে বলছেন। তিনি নারীর প্রতি সম্মান দেখাতে, অসহায়কে সাহায্য করতে এবং গরিবের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে বলছেন। আমরা রাসূলুল্লাহ সা.-এর কথায় বিশ্বাস স্থাপন করেছি এবং এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা সব অসৎ কাজ থেকে ফিরে এসে সত্য ও সুন্দরের পথে চলার চেষ্টা করছি।' এই বইয়ের গল্পগুলো সেই সৎ পথে ফিরে আসতে সবাইকে সাহায্য করবে।
ইকবাল কবীর মোহন কুমিল্লা জেলার কোতােয়ালি থানার বানাসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ ১৯৮৫ সালে শিক্ষানবীস অফিসার হিসেবে যােগদান করেন। বর্তমানে ব্যাংকের সিনিয়র নির্বাহী হিসেবে কর্মরত আছেন। তিনি একজন প্রথিতযশা লেখক হিসেবে সুপরিচিত। আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি শিশু সাহিত্যের ওপর তিনি নিয়মিত লিখছেন। দেশের অধিকাংশ দৈনিক ইত্তেফাক, সংগ্রাম, যুগান্তর, নয়া দিগন্ত ও ইনকিলাব ছাড়াও সাপ্তাহিক সােনার বাংলা, প্রতিচ্চিত্র, রােববার ও চিত্রবাংলায় তার লেখা ছাপা হচ্ছে। এছাড়া মাসিক শিশু, কিশাের কণ্ঠ, টইটুম্বুর, শিশুকিশাের দীনদুনিয়া ইত্যাদি পত্রিকায় তিনি নিয়মিত লিখছেন। ইতােমধ্যে তার চুয়াল্লিশটি বই প্রকাশিত হয়েছে। তিনি ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজে সৌদীআরব, ভারত, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, হংকং, জার্মানী, ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর করেছেন।