ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধান যােগিন্দর যশবন্ত সিং ধাপে ধাপে পৌঁছেছিলেন সর্বোচ্চ পদে। একনিষ্ঠ, কর্মকুশল, সাহসী মানুষটির জীবনের মন্ত্র হল ‘জয়ের জন্য লড়াই’। তার সেনাপতি: জেনারেলের আত্মজীবনী গ্রন্থের পাতায় পাতায় রােমাঞ্চকর, ঘটনাবহুল কর্মজীবনের বিবরণ। কোথাও বিচ্ছিন্নতাবাদ দমন অভিযানে নেতৃত্ব দিয়েছেন, কোথাও অনুপ্রবেশ রােধের লড়াইয়ে সামিল হয়েছেন। জম্মু কাশ্মীর সীমান্তে উগ্রপন্থার মােকাবিলায় একচুল জায়গা ছাড়েননি সশস্ত্র শত্রুকে। সেনা সদর দপ্তর থেকে কার্গিল যুদ্ধের পরিকল্পনা ও রূপায়ণে প্রধান ভূমিকায় থেকেছেন জে জে সিং। কাশ্মীর উপত্যকায় সেনাবাহিনীর মানবিক মুখকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা দেওয়ার হৃদয়বান প্রচেষ্টাটিও তারই সাধারণের কাছে অজানা এমন একাধিক প্রসঙ্গে আলােকপাত করেছেন লেখক, বিতর্কিত কিছু বিষয়েও প্রকাশ করেছেন তা স্পষ্ট অভিমত। অসাধারণ এই গ্রন্থে উঠে এসেছে চিন ও পাকিস্তান সম্পর্কিত সংকট, সন্ত্রাস, নকশাল কর্মকাণ্ড জনিত সমস্যা, সামরিক কূটনীতির গুরুত্ব প্রভৃতির নিবিড় পর্যালােচনা। এক অভিজ্ঞ যােদ্ধা ও সেনাপতির কলমে একাকার হয়ে আছে আত্মজীবন ও নিজের দেশ।