দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসনের। হাত থেকে সদ্য মুক্ত ভারতবর্ষ। স্বাধীন দেশের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা পরিকল্পনা। উন্নয়নের মাধ্যমে অগ্রগতির স্বপ্ন দেখছে সকলেই। ঠিক এই সময়ে, ১৯৫৬ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র আমন্ত্রণে এদেশের মাটিতে পা ফেললেন রবের্তো রসেলিনি। ইতালির এই চলচ্চিত্র পরিচালক ততদিনে বিশ্ববন্দিত, একই সঙ্গে হলিউডের কিংবদন্তী অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের স্বামী। রসেলিনি এসেছিলেন সদ্য-স্বাধীন দেশের কর্মকাণ্ডের ওপর একগুচ্ছ ছবি বানাতে, যা পশ্চিমী জগতের অলীক ভাবনা মুছে ভারতকে তুলে ধরবে সত্যিকারের নতুন রূপে। নেহরুর স্বপ্নের ভারতের চিত্রায়ণ করতে গিয়ে বসেলিনি প্রেমে পড়েন ভারতের, ভারতীয়দের এবং সাতাশ বছরের এক বিবাহিতা তরুণী সােনালী দাশগুপ্তের। ভারতীয় সংবাদমাধ্যম এবং মুম্বাই চিত্রজগৎ তাকে সেদিন কালিমালিপ্ত করলেও প্রখ্যাত সাংবাদিক দিলীপ পদগাঁওকর গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন রসেলিনির চিত্রনির্মাণ-পরিক্রমাকে, যা আবেগ, পরিশ্রম আর দূরদৃষ্টির অপূর্ব সমন্বয়। এই গ্রন্থে আছে বিতর্কিত কিন্তু অনলস সৃষ্টিশীল রসেলিনির জীবনের একটি চমকপ্রদ।