সূচি পৃথিবী অঘোর ঘুমে অচেতন হলে দেবতারা ৯ সম্পূর্ণ হয়েছে বৃত্ত : চোখ, স্তন, নাভি ও জংঘার ১০ গাছের ঝুলন্ত ফল : হালকা হলুদাভ ও চিকন— ১১ একটি জিরাফ তার দীর্ঘতম গ্রীবা সংকোচন ১২ দেখেছি পূর্বাহ্ণে দীপ্ত মাঠ ঘিরে সোনালি বলয় : ১৩ তোমার নৈঃশব্দ্য ছুঁয়ে দিন গেল দীর্ঘ অবেলায়— ১৪ এক ফালি মেঘ দিয়ে ঢেকে দিই তোমার নগ্নতা— ১৫ আকাশ বাঙ্ময় হলে জেগে ওঠে উৎসুক চাঁদ— ১৬ দীর্ঘ কটি বছরের পর আবার ফোন করছ, আর ১৭ সব কথা শেষ হলে মৌনতার অসীম গহ্বরে ১৮ তারপর, লজ্জানত, কানে কানে বলেছিলে, পাপ— ১৯ হয়তো বুঝেছি কিছু, হয়তো বা বুঝিনি কিছুই — ২০ গ্রন্থের অনন্ত পৃষ্ঠা : চুপিসারে পরীক্ষায় বসি ২১ সে এক অনন্ত সিঁড়ি, ঘাট থেকে ঢাল বেয়ে নেমে ২২ পুনর্বার যদি এই গ্রামজীবনের ধুলে থেকে ২৩ নীরক্ত মুখের দিকে তাকিয়ে সেদিন একবারও ২৪ এখনও রাত্রির মৌন সম্মতির কৃতজ্ঞ বিষাদ ২৫ দু'জনেই উড়ে উড়ে, মনে কর, ঘন সে রজনী — ২৬ স্তবের আড়াল থেকে চোরা চোখে সোনার বিগ্রহ ২৭ ছুটতে ছুটতে যদি পথ শেষ হয় পথিপ্রান্তে ২৮ সহজ কথার মূল্য চোকাতে ভীষণ কষ্ট বলে ২৯ যেইমাত্র দিয়েছি ফুঁ, কাঠের নিভন্ত আগুনের ৩০ নিভৃত স্বভাব জানে তারও আছে নিজস্ব রূপক ৩১ এখন ঘড়ির কাঁটা বারো ছুই ছুই। রাতপাখি ৩২ ভাষারা কখন যেন মূঢ়তায় হয়েছে নির্বাক ৩৩ কী দিতাম ওই হাতে! দিয়েছি অন্তিম গোধূলির ৩৪ আঙুলের ফাঁকে ফাঁকে ঘনীভূত মেঘ ও কুয়াশা ৩৫