জন্ম সত্তর দশক। ছোটোবেলা থেকেই সাহিত্য বিশেষ করে কবিতার সাথে পরিচয় আবৃত্তি অনুশীলনের মধ্যে দিয়ে। বাড়ির সাহিত্য-পরিবেশ, কিছুটা একাকীত্ব, নির্জনতা ধীরে ধীরে কবিতা, গান, গল্পের বই পড়া- এগুলোকে গভীর আত্মীয়তায় বেঁধে দিয়েছিলো। প্রথম কবিতা প্রকাশ দেশ পত্রিকায়, তারপর অন্যান্য পত্রিকায়। বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে বেরিয়েছে ছ'টি কবিতার বই, 'সময়ের ধুলো ওড়ে', 'নীল পরমায়ু ছুঁয়ে', 'স্বজন মেঘের সুখ', 'নিঃসঙ্গ শালিখ জানে', 'অভিজাত বিষাদেরা', পাঠকমহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। প্রথম উপন্যাস 'মেধাবী আলোর তীর', আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশ পায়। উপন্যাসটি শুধু পাঠকমহলে সমাদৃতই হয়নি, পশ্চিমবঙ্গ সরকার তাদের গ্রন্থাগার বিভাগের জন্য পাঁচশো কপি ক্রয় করে। রমা সিমলাই'র কবিতা নিয়ে বিভিন্ন সময়ে আদরণীয় আবৃত্তিকারগণ সিডি করেছেন। জীবনের আয়নায়, আবৃত্তি করেছেন শ্রীমতী গৌরী ঘোষ, শ্রী পার্থ ঘোষ, কবি স্বয়ং। আবৃত্তিকার শ্রী সতীনাথ মুখোপাধ্যায় ইচ্ছেকুসুম সিডিতে কণ্ঠে তুলে নিয়েছেন রমার কবিতা। ইদানিং, বাঙালির গর্ব, অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় রমার চব্বিশটি কবিতা নিয়ে দু'টি আবৃত্তির সিডি করেছেন তবু আমি, এবং যদি চাও। গীতিকার হিসেবে রমা কাজ করছেন শ্রেয়া ঘোষাল, সুদেশ ভোঁসলে, বাপ্পী লাহিরী, শুভমিতা ব্যানার্জী, ইন্দ্রানী সেন, শ্রীকান্ত আচার্য্য, সৈকত মিত্র ও আরো অনেকের সাথে। স্বপ্নের হাতছানি (মুক্তিপ্রতীক্ষায়), মুভিতে গীতিকার হিসেবে কাজ করেছেন কুমার শানু, অন্বেষা ও জুবিনের সাথে। কর্মজীবনে যুক্ত আছেন কোল ইন্ডিয়া লিমিটেডের সাথে। এবারের কলকাতা বইমেলায় আনন্দ পাবলিশার্স (সিগনেট) থেকে বেরোচ্ছে কবিতার বই আগুনের অন্তর্বাস। নীল ক্যানভাসে সুখ, রমার দ্বিতীয় উপন্যাস। জীবনবিমুখ, বিভিন্ন আর্থিক আঙ্গিকের তিন নারীর জীবনে ফিরে আসার কাহিনী।