কাদের জন্য বইটি প্রথমত যারা জাভা প্রােগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে চায়, বইটি তাদের জন্য। সহজ বাংলায় জাভা প্রােগ্রামিং শেখার জন্যই বইটি বাংলায় করা। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জাভা পড়িয়েছি। ছাত্র ছাত্রীরা কোন উদাহরণগুলাে সহজেই ধরতে পারে বা আয়ত্ত্ব করতে পারে সেগুলাে সম্পর্কে ধারনা পেয়েছি। সেগুলাে কাজে লাগিয়ে বইটি লেখার চেষ্টা করেছি। যারা প্রােগ্রামার হতে চায়। একটি প্রােগ্রামিং ল্যাংগুয়েজ ভালাে করে শিখলে অন্য যে কোন ল্যাংগুয়েজ আয়ত্ব করা যায় সহজেই। এই বইয়ের বিষয়গুলাে সহজ করে উপস্থাপন করা হয়েছে যাতে কনসেপ্টগুলাে মনের মধ্যে গেঁথে যায়। এবং অন্য প্রােগ্রামিং এ সুইচ করলেও বিষয়গুলাে যেন কাজে লাগে। নতুন প্রযুক্তি তৈরিতে আগ্রহী জাভা শিখে যারা জাভা দিয়ে তৈরি অন্যান্য প্ল্যাটফর্ম যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, স্প্রিং এ কাজ করতে চায়, তাদের জন্য বইটি সহায়ক হবে। ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে জাভা নিতে চায় আগামী বিশ্ব তথ্য প্রযুক্তির। সব কিছুই কম্পিউটারাইজড হচ্ছে। এসব প্রযুক্তি তৈরিতে দরকার হবে দক্ষ প্রােগ্রামার। ক্যারিয়ার হিসেবে রয়েছে জাভা প্রােগ্রামার হয়ে জব করার সুযােগ। প্রােগ্রামিং হিসেবে ক্যারিয়ার গড়তে বইটিতে রয়েছে বিশেষ দিক নির্দেশনা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলাে জাভা কোর্সে যে বিষয় আলােচনা করা হয়, সেগুলাের আলােকে বইটি তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি অধ্যায়ের শেষাংশে রয়েছে অনুশীলন। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যায় শিখতে সহায়তা করবে।
মোশারফ হোসেন রুবেল, ২০১৩ সালে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন করেন। এরপর বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে ছয় বছর কর্মরত ছিলেন। পাশাপাশি বাংলাদেশের নামকরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে শিখিয়েছেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল নাগাদ সাউথইস্ট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেস্ট লেকচারার হিসেবে পড়িয়েছেন। বিরতি দিয়ে ২০২৩ সাল থেকে আবার শিক্ষকতা শুরু করেন। ২০১৮ এবং ১৯ সালে তিনি বাংলাদেশের নামকরা ই-কমার্স কোম্পানিতে মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন। চাকরি ছেড়ে ২০১৯ সালের শেষ দিকে শুরু করেন নিজের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কিউটেক সল্যুশন লিমিটেড। গত চার বছর ধরে কিউটেক সলিউশন লিমিটেড সুনামের সাথে দেশে এবং দেশের বাহিরে কাজ করে যাচ্ছে। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মোশারফ হোসেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে আগ্রহী বা যারা অলরেডি কাজ করছেন তাদের জন্য এই বইটি লিখেছেন। এর আগে মোশাররফ হোসেন 2017 সালে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ‘মাস্টারিং জাভা’ নামে বই প্রকাশ করেন। ‘প্রোডাক্টিভ প্রোগ্রামার’ তার দ্বিতীয় বই।