কি-রে মনির! তরে আর দেখাই যায় না? : কেন ভাবি? গতকাল তো এসেছিলাম। আজ পুনরায় এসে পড়লাম। : তাতো দেখতে পারলাম, কিন্তু এত রাতে ঘরে স্ত্রীকে রেখে চলে আসলা? নামাজ পড়বে না? হাদিস কোরআন না জানিলেও অন্যের মুখে শুনেছি, আজ ঈশ্বরের নিকট যা প্রার্থনা করবে তা সব ভবিষ্যতের জন্য কাম্য। : হ্যাঁ ভাবি! আমি অবিশ্বাস করি না। তবে অনেক লোকের মুখে এমন কি মসজিদের ইমামদের মুখে শোনেছি, ঈশ্বর ভাগ্যে বা কপালে যা লিখেছে, তা জন্মের পূর্বেই সমাপ্তি করেছেন। তা খন্ডানোর মতো ক্ষমতা কারো নেই। আমি কেমন আছি, কিভাবে আছি, কোথায় আছি, কি করতেছি ঈশ্বর নিশ্চয় তা দেখতে পাচ্ছেন। তবে ঈশ্বরের নিকট আকুল প্রার্থনা করলে অশুভ শক্তিকে ধ্বংস করে শয়তানের জীবন থেকে ফিরিয়ে শুভ কাজের দিকে ফেরৎ দেয় মনটাকে। ঈশ্বর জীবনটাকে সুন্দর রূপে সাজিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আমরা তার ইবাদত না করি তাহলে সেই জীবন নষ্ট হয়ে আখিরাতের জীবনকে ধ্বংস করে দেবে। কারণ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। অন্য কোনো উদ্দেশ্য করে নয়। আমাদের মতো কিছু ব্যক্তি আছে, যারা সবই জানে, বুঝে, কিন্তু মেনে চলে না। আজ আমিও তাদের মধ্যে একজন।