আনোয়ার কামাল। জন্ম: ২ জানুয়ারি ১৯৬৩ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। বাবা: মো. আলতাফ হোসেন, মা: সখিনা খাতুন। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন প্রান্ত তাঁর ঘুরে দেখার সুযোগ হয়েছে। ছাত্রজীবনের সিংহভাগ সময় কেটেছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা ও লেখালেখির সাথে যুক্ত। কবিতা, ছোটোগল্প, ফিচার, প্রবন্ধ, কলাম, সাহিত্য আলোচনা লেখেন দেশ বিদেশের অনলাইন পোর্টাল, বিভিন্ন ব্লগ, লিটল ম্যাগাজিন এবং জাতীয় দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রে। কবিতায় তাকে সাহিত্য অঙ্গনে সবচে' বেশি আগ্রহ সৃষ্টি করে তবে প্রবন্ধ ও গল্প লেখাতেও তিনি সমান আগ্রহী। প্রকাশিত কবিতাগ্রন্থ: নৈঃশব্দ্যের রাত্রিদিন, সোনালি নির্জনতা, বিমূর্ত মগ্নতা, কুড়িয়ে পাওয়া পঙ্ক্তি, সুদূরিকা ও আমার মনপাখি, ফসিলে জমানো চিহ্ন, কিছু মায়াবী ক্ষত, ভুল সাইরেন বেজে ওঠে, নির্বাচিত কবিতা, পূর্ণিমাপাখি ও অরণ্য। প্রকাশিত গল্পগ্রন্থ: রোদেলা দুপুর, সেই রাতে কালো বিড়ালটি এসেছিল। প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: জাদুবাস্তবতা ও অন্যান্য, কবি ও কবিতা নিয়ে কিছু কথা, লালন শাহ ও অন্যান্য, জীবনানন্দ দাশ ও অন্যান্য, সমকালীন সাহিত্য: পাঠ-পাঠান্তর, কিছু কবিতা কিছু ভাবনা। শিশুতোষ গল্পগ্রন্থ: ভূতের বাড়ি দেখতে গিয়ে। সম্পাদনা: শত প্রেমের কবিতা, বৈশাখে রচিত পঙ্ক্তি, ভালোবাসার ১০০ রঙ, এই সময়ের গল্প, বৈশাখে রুদ্রশাখে, মঞ্জরি, এবং উৎসব, এবং পদাবলি। সম্পাদনা করেছেন সাহিত্য পত্রিকা 'নোঙর'। বর্তমানে সম্পাদনা করছেন সাহিত্য বিষয়ক ছোটোকাগজ 'এবং মানুষ'। রাজধানী ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। ব্যক্তি জীবনে স্ত্রী গৃহিণী। তাদের দুই কন্যা রয়েছে। বড় কন্যা স্বামী সন্তানসহ প্রবাসে বসবাস করছেন, ছোটকন্যা কম্পিউটার প্রকৌশলী। ভ্রমণ: ভারত- কলকাতা, শান্তি নিকেতন, চুরুলিয়া (বর্ধমান) সম্মাননা: স্বরূপ সাহিত্য সম্মাননা (২০১৫), বিন্দুবিসর্গ পদক (২০১৯), মীর মোশাররফ হোসেন সম্মাননা (২০২৩)। anwarkamal61@gmail.com আকাশডাক: abongmanush71@gmail.com