ভূমিকা একই গ্রন্থে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মেকিয়াভেলি, হবস, লক, রুশো, হেগেল, ফিক্টে, মার্কস, এঙ্গেলস প্রমুখ চিন্তানায়কগণ ও তাঁদের রাজনৈতিক দর্শনের কথা এবং রাজতন্ত্র, অভিজাততন্ত্র, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, কম্যুনিজম প্রমুখ রাজনৈতিক মতবাদ বা লীগ অফ নেশনস, রাষ্ট্রসঙ্ঘ প্রমুখ আন্তর্জাতিক রাষ্ট্রসংগঠন ও ওয়েস্ট ইণ্ডিজ, ইন্দোচীন, লাতিন আমেরিকা প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত রাষ্ট্রজোটগুলির পরিচয় এবং সেই সঙ্গে ১৫৪টি রাষ্ট্রের স্বতন্ত্র পরিচয় দেওয়া কার্যত অসম্ভব কাজ। অস্ট্রিয়া-হাঙ্গেরি একদা একটি অবিচ্ছিন্ন সাম্রাজ্য ছিল। কিন্তু এই অভিনব অভিধানঅস্ট্রিয়া দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে হাঙ্গেরিতে, মধ্যে আছে দেড়শ' রাষ্ট্রের ব্যবধান। রাষ্ট্রসঙ্ঘে যে দেশ যে নামে অভিহিত, এখানেও সেই নামেই তার উল্লেখ করা হয়েছে। এতে খোঁজার কাজ সহজ হবে। একটি রাষ্ট্র স্বদেশে বিদেশে অনেক নামে উল্লেখিত হয়, যেমন ইউনাইটেড কিংডম বিভিন্ন সময়ে গ্রেট বৃটেন, শুধু বৃটেন এমনকি ইংল্যাণ্ড নামেও উল্লেখিত হয়। একইভাবে ইণ্ডিয়া, চায়না, জাপান প্রভৃতি দেশও নানা নামে উল্লেখিত। এক্ষেত্রে সরকারি নামগুলিই সর্বাগ্রগণ্য হওয়া সঙ্গত বলে মনে করেছি। একটু বেশি বয়সের পাঠকদের উপলব্ধির সুবিধার জন্য সকল রাষ্ট্রের আয়তন প্রথমে বর্গমাইলের হিসাবে দিয়েছি। কিন্তু বর্গকিলোমিটারের হিসাবটাই ঠিক বলে ধরতে হবে, কারণ তা রাষ্ট্রসঙ্ঘ-অনুমোদিত । যে রাষ্ট্রগুলি রাষ্ট্রসঙ্ঘের সদস্য নয় তাদের সম্বন্ধে আলোচনাকালে তার উল্লেখ করা হয়েছে। এঙ্গোলা ও মোজাম্বিক এই বছরেই স্বাধীনতা লাভ করবে। তাই ঐ দুটি পর্তুগীজ উপনিবেশ রাষ্ট্ররূপেই এই গ্রন্থে স্থান পেয়েছে। উক্রেইন ও বেলোরুশিয়া সোভিয়েত . ইউনিয়নের অন্তর্ভুক্ত দুটি অঙ্গরাজ্য হলেও তারা রাষ্ট্রসঙ্ঘের সদস্য। তাই ঐ অঙ্গরাজ্য দুটিও রাষ্ট্ররূপে উল্লেখিত হয়েছে।