মহাবিশ্বের বিস্ময় বইটি একটি অমূল্য তথ্যগ্রন্থ, যার মধ্যে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, মহাবিশ্বের সূচনা, নক্ষত্র ও ছায়াপথ জগৎ, গ্রহ, আবিষ্কারক ও পর্যবেক্ষকদের সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্যের একত্রে সমাবেশ ঘটেছে। এটি—
• সর্বাঙ্গীণ— জ্যোতির্বিজ্ঞানের সূচনা থেকে শুরু করে বিগ ব্যাং, নক্ষত্র ও নক্ষত্রমণ্ডল, ছায়াপথ, সূর্য ও তার সংসারের সমস্ত সদস্যদের (গ্রহগুলির ও উপগ্রহদের) যাবতীয় বিষয়ের আলোচনা নিয়ে পরিপূর্ণ • একেবারে নির্ভুল-নাসা (NASA)-র সাম্প্রতিক তথ্য ব্যবহৃত হয়েছে • পাঠকদের অনুকূল—অত্যন্ত সংগঠিত ও সুসজ্জিত ছক এবং জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত শব্দের জটিলতা বর্জন করে স্পষ্ট, প্রাঞ্জল ভাষা ব্যবহৃত করে যতদূর সম্ভব সহজ ও আকর্ষণীয় করে পরিবেশন করা হয়েছে • আগ্রহোদ্দীপক—মহাবিশ্ব ও আমাদের সৌরজগতের প্রধান বস্তুদের ইতিহাস, পৌরাণিক উপাখ্যান ও তত্ত্ব, সেইসঙ্গে সৌরজগতের বর্তমান চেহারা (গ্রহ, বামনগ্রহ ও ক্ষুদ্র সৌরজাগতিক বস্তুসমূহ), গ্রহ ও নক্ষত্র পর্যবেক্ষণের পদ্ধতি ও মহাকাশ অভিযানের নানা সাম্প্রতিক তথ্য আকর্ষণীয়ভাবে আলোচনা করা হয়েছে
বিশদভাবে চিত্রালংকৃত—মহাকাশবিজ্ঞানের প্রায় দুশোটির মতো অনবদ্য সাদা-কালো ও রঙিন আলোকচিত্র এবং বেশ কিছু ব্যাখ্যামূলক রেখাচিত্রে সমৃদ্ধ। মহাবিশ্ব সম্বন্ধে যারা জানতে আগ্রহী কিংবা ভবিষ্যতে মহাকাশ নিয়ে গবেষণা করতে ইচ্ছুক, তাদের জন্য এই বই অবশ্যপাঠ্য। এই বইটি পাঠকদের বিশ্বসৃষ্টির জন্মলগ্ন থেকে ভবিষ্যৎ চন্দ্ৰ অভিযানের যুগ পর্যন্ত নিয়ে যাবে।