মুখোশ এবার আমার জীবনে নূতন পর্যায় আরম্ভ হল। একে বলা যেতে পারে শেষ অধ্যায়। এই পরিশিষ্টভাগে সমস্ত জীবনের তাৎপর্যকে যদি সংহত করে সুস্পষ্ট করে না তুলতে পারি তা হলে অসম্পূর্ণতার ভিতর দিয়ে বিদায় নিতে হবে। পথে ও পথের প্রান্তে, ১লা বৈশাখ ১৩৩৪। ১ অমিত রায় যে একদিন বক্তৃতা দিয়েছিল ‘রবিঠাকুরের’ ভক্তদের সভায়, তার দ্রোহ আর উত্তেজনাটুকু সব সময়েই আমাদের মনে থাকে। মনে থাকে, কীভাবে তার কথার তোড় সামলাতে না পেরে সভার রিপোর্টারদের মাথা ঘুরে গিয়েছিল, কীভাবে একখানা আস্ত নিবারণ চক্রবর্তীকে পকেটে করে নিয়ে এসে ভালোমানুষদের বোকা বানিয়েছিল সে। লাবণ্যের সঙ্গে তার প্রণয়পর্বেও রবীন্দ্ররুচির উলটো দিকে নিবারণ চক্রবর্তীর ওপর ভর করতে হতো অমিতকে, এদের গল্পের বেশ একটা বড়ো অংশই ভরে আছে কবিতার সংলাপে, এও আমাদের মনে পড়ে। কিন্তু ঠিক ততটাই স্পষ্ট আমাদের মনে পড়ে না অনেকসময়ে যে, রণোন্মুখ এবং বিদ্রোহী এই আধুনিককে ভিতরে ভিতরে এক জায়গায় হারিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ, ছদ্ম-আধুনিক অমিতকে দিয়েই বলিয়ে নিয়েছেন এই সত্য যে আধুনিকতার ঝোঁকটা কেবল সাময়িক এক ফ্যাশান মাত্র, অল্পদিনের মধ্যেই তাকে ভেঙে দেখা দেবে চিরকালের মুখ।
জন্ম ৬ ফেব্রুয়ারি, ১৯৩২। তিনি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০১৬ খ্রিঃ লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান ,জ্ঞানপীঠ পুরস্কার। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। শঙ্খ ঘোষ ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাস্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়,শিমলাতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। ব্যক্তিগত জীবনে তিনি অনেকগুলো অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন।