জন্ম : ১ ডিসেম্বর ১৯৫৮, হবিগঞ্জ জেলার শাখাবরাক বিধৌত নবীগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে। মােহাম্মদ দরস মিয়া ও বেগম ফরিদুন্নেসার জ্যেষ্ঠপুত্র। পড়াশােনা : নবীগঞ্জ যুগল-কিশাের হাইস্কুল (মাধ্যমিক, ১৯৭৫), মদনমােহন কলেজ, সিলেট (উচ্চমাধ্যমিক, ১৯৭৮); মুরারিচঁাদ কলেজ, সিলেট (স্নাতক সম্মান, বাংলা, ১৯৮১; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এমএ, বাংলা, ১৯৮২); জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (পিএইচ.ডি, ২০০৩)। তাঁর অভিসন্দর্ভের শিরােনাম : ‘সিলেট-গীতিকার বৈচিত্র্য : সমাজ ও সংস্কৃতির নিরিখে। গবেষণাতত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর মুহম্মদ ইরিস আলী। কর্মজীবন : নবীগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কর্মজীবনের শুরু (১৯৮৪)। | ১৯৮৬ সালে মদনমােহন কলেজে যােগদান করেন। পরবর্তীকালে বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয়। প্রধান পদে আসীন হন। ২০১৩ সাল থেকে এ কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত। ইতঃপূর্বে তিনি ২০১১ থেকে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষরূপে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবন : সহধর্মিণী মাহবুবা পারভীন। সন্তান প্রমিত আকাশ, উপমা রুবাইয়াত ও অনিন্দ্য ইশরাক। প্রথম প্রকাশিত কবিতা অনেক প্রতীক্ষার পর, সাপ্তাহিক যুগভেরী (১৯৭৩)। উল্লেখযােগ্য প্রকাশিত গ্রন্থ : কুসুমের তরবারি (কাব্য,। ২০১০); সবুজিমা বাংলাদেশ (ছড়াগ্রন্থ, ২০১০); | মােহাম্মদ হাবিবুর রহমান (কিশাের জীবনী, ২০১০); খানবাহাদুর আহসান উল্লাহ : তাঁর শিক্ষামিশন ও সমাজদর্শন (গবেষণা, ২০০৯); প্রসঙ্গ : সিলেটের শতবর্ষের সাংবাদিকতা (সম্পাদনা, ২০০৬); বৃহত্তর সিলেটের ইতিহাস (যৌথ সম্পাদনা, প্রথম খণ্ড, ১৯৯৭ ও দ্বিতীয় খণ্ড, ২০০৬); সিলেট-গীতিকা : সমাজ ও সংস্কৃতি (গবেষণা, ২০০৫); সুবর্ণ সময় ডাকে (যৌথ সম্পাদনা, ২০০১); নেপথ্যে জলের ছায়া (কাব্য, ১৯৯৯); একাত্তরে সিলেট : স্মৃতিকথা (যৌথ সম্পাদনা, ১৯৯৪); এই আঙিনায় (যৌথ সম্পাদনা, ১৯৯০)।”