"কোর্ট মার্শাল আমি মৃত্যুকে পরোয়া করি না" বইয়ের ফ্ল্যাপের লেখা: বাংলাদেশের স্বাধীনতা রাতারাতি আসেনি। সশস্ত্র যুদ্ধে লক্ষ শহিদের রক্তের বিনিময়ে ও আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। পূর্ব বাংলার জনগণের ওপর দীর্ঘ ২৩ বছর চলেছে শাসন, শােষণ ও নির্বিচার লুণ্ঠন। এর বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম শুরু হয় বিভিন্ন মাত্রিকতায়। বাঙালি নেতৃবৃন্দের অধিকাংশই শাসকগােষ্ঠীর লেজুড়বৃত্তি করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজপথে, কখনাে গণপরিষদে, কখনােবা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাঙালি জাতির মুক্তির লক্ষে আপসহীনভাবে সংগ্রাম পরিচালনা করেন। পাকিস্তান শাসকগােষ্ঠী বিশেষ করে জেনারেল আইয়ুব খান ও জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেন। তারা দুজনই সামরিক ট্রাইব্যুনালে ও কোর্ট মার্শালে তথাকথিত বিচারের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফাঁসি দিতে বদ্ধপরিকর ছিলেন। বাঙালির মুক্তির লক্ষে ৬ দফার ভিত্তিতে সুকৌশলে স্বাধীনতা অর্জনে অনমনীয় দেশপ্রেম ও জনগণের প্রতি অকৃত্রিম ভালােবাসা তাঁকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উন্নীত করে। বক্ষমান গ্রন্থটিতে এই চক্রান্ত, ষড়যন্ত্রের ঘটনাবহুল একটি ঐতিহাসিক অধ্যায়কে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। একটি মানুষ কীভাবে জনগণকে ভালােবেসে, মৃত্যুকে পরােয়া না করে স্বাধীনতা ও মুক্তির লক্ষে এগিয়ে গেছেন। তার পূর্বাপর ঘটনা কোর্ট মার্শাল: আমি মৃত্যুকে পরােয়া করি না গ্রন্থটিতে বর্ণিত হয়েছে।
Professor Abu Sayed অধ্যাপক ড. আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এককালীন শিক্ষক ও রাকসুর ভিপি । সত্তরের নির্বাচনে নং সেক্টরের উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ। গণপরিষদে বাহাত্তরের খসড়া সংবিধান সংরচনা কমিটির অন্যতম সদস্য। বঙ্গবন্ধু কর্তৃক পাবনা জেলা গভর্ণর ' ডেজিগনেট । সাবেক তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া জাতীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞতাঋদ্ধ। তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, মেঘের আড়ালে সূৰ্য, ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, আঘোষিত যুদ্ধের ব্ল-প্রিন্ট, ব্রুটাল ক্রাইমস্, বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ, মুক্তিযুদ্ধ: সিক্রেট ডিপ্লোম্যাসি, মুক্তিযুদ্ধ: উপেক্ষিত গেরিলা, জেনারেল জিয়ার রাজত্ব, সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিত ও গোলাম আযম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঐতিহাসিক রায়, বাংলাদেশের গেরিলা যুদ্ধ, যুদ্ধাপরাধ: প্রেক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ থ্রেট অব ওয়ার, একাত্তরে বন্দী মুজিব: পাকিস্তানের মৃত্যু যন্ত্রণা, সমাজ বদলে বঙ্গবন্ধুর ব্ল-প্রিন্ট, মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর, বাংলাদেশের স্বাধীনতা: কুটনৈতিক যুদ্ধ ইত্যাদি।