ফ্ল্যাপে লিখা কথা ভাষা মানুষের প্রাণ, মানুষের আশ্রয়, মানুষের অবলম্বন, মানুষের শক্তি। তাইতো মানুষ ভাষাকে এত ভালোবাসে। ১৯৫২ সালে বাংলামায়ের আদরের সন্তান সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার ভাষার জন্য প্রাণ দিয়ে বিশ্ব দরবারে শুধু আমাদের দেশকে সম্মানের আসনে বসায়নি তাদের এই আত্মত্যাগের করণে আজ আন্তর্জাতিক ভাষা দিবস স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের গর্ব। আমাদের বিশাল অর্জন। এই অর্জন আমরা প্রতিবছর স্বরণ করি ফেব্রুয়ারির আগমনে। বই মেলার আয়োজনে। ২১ শে প্রভাতে শহীদ বেদীতে যখন গেয়ে উঠি ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি’।
বাংলা ভাষা, ভাষা আন্দোলন, ভাষার জন্য মায়ের কোলে সন্তানের রক্তাত লাশ যেমন আমরা ভুলিনা তেমনি ভুলতে পারিনা ভাষার জন্য আমাদের ভালোবাসা।
সূচিপত্র * ভাষার জন্য ভালোবাসা * আমাদের বাংলাভাষা যখন বিশ্বময় প্রিয় ভাষা * একুশে যেভাবে জাতিসংঘের স্বীকৃতি পেল * বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ প্রকাশের প্রস্তুতি * আলী আশরাফ লিখেছেন * এম আর আখতার মুকুল তার বাহান্নর জবানবন্দী লিখতে গিয়ে লিখেছেন * পাকিস্তানের প্রতিটি আন্দোলনের মুজিব ছিলেন প্রাণকেন্দ্র * মায়ের ভাষার গান * মহান ভাষা আন্দোলনে যাঁদের অবদান চির স্মরণীয়-ড. মুহম্মদ শহীদুল্লাহ * আব্দুল গাফফার চৌধুরী লিখেছেন * অধ্যাপক কবীর চৌধুরী লিখেছেন * মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় লিখেছেন * রীণা ভাদুড়ী লিখেচেন * বাংলাদেশ বেতারে পাঠরত এক কথিকায় লেখিকা মেরীনা চৌধুরী * ড. মোহাম্মদ আবদুল কাইউম বলেছেন * র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিশ্লেষণ করেছেন * বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ভাষা আন্দোলন প্রসঙ্গে’ * বঙ্গবন্ধু কারাসঙ্গী মহিউদ্দিন আহমদ’ এর ভাষা আন্দোলনের স্মৃতি * ভাষা ও কলম সৈনিক আহমদ রফিক লিখেছেন * আবুল হাসনাত তার নিবন্ধে লিখেছেন * কুয়াত উল ইসলাম লিখেছেন * কলম সৈনিক ফেরদৌস আকিক লিখেছেন * একুশে যেভাবে জাতিসংঘের স্বীকৃতি পেল * এই ঐতিহাসিক অর্জনের নেপথ্যে প্রবাসী বাংলাদেশীরা * ‘একুশের সুবর্ণ জয়ন্তী ..... বিশ্বসভায় বাঙালির অসাম্প্রদায়িক উত্থান’ * একুশের মেলা, নতুন বই, বাঙালির চিরায়ত পার্বণ * শিহাম জোহেব এর কলমে- বইমেলা জীবনের মেলা * বইমেলার স্বপ্নদ্রষ্টা * রিশিত খান/ অন্তরা শশী লিখেছেন * সেলিনা হোসেন লিখেছেন --- ভাষা আন্দোলন বাংলা একাডেমী ও বইমেলা * কৃতজ্ঞতা