"বিখ্যাত মুসলিম সেনাপতিদের বিজয় কাহিনী"বইটির শেষের ফ্লাপের কিছু কথা: -মহানবী (সা.)-এর বীরত্বের কাহিনী । -সাহাবা (রা.)দের বিজয় কাহিনী। -মহিলা সাহাবী (রা.)দের বীরত্বগাঁথা। -কয়েকজন। তাবেয়ী সেনাপতির বিজয় কাহিনী । -পরবর্তী যুগের। কয়েকজন মর্দে মুজাহিদের বিজয় কাহিনী নবী (সা.) আমাদের মাঝে নেই। সাহাবা (রা.)ও আমাদের মাঝে নেই। কিন্তু নবী (সা.) রেখে গেছেন চিরন্তন সত্য কিতাব-আল কুরআন এবং তাঁর সুন্নত। আর সাহাবা (রা.) রেখে গেছেন আল কুরআন ও সুন্নত অনুসরণের মহান আদর্শ। তাঁদের সুমহান ত্যাগ ও ইসলাম প্রচারে জীবন বিসর্জনের আদর্শের বদৌলতেই আমরা। প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের অনুসারী হতে সক্ষম হয়েছি। কিন্তু সাহাবা (রা.), মর্দে মুজাহিদবৃন্দ এবং আমাদের ইসলাম অনুসরণের মধ্যে কি কোন তফাৎ আছে? নিশ্চয়ই আছে। এত তফাৎ যা আমরা ভাবতেও পারি না। সাহাবা (রা), সাহাবিয়া (রা). এবং তাবেয়ী মর্দে মুজাহিদ প্রমুখের ঈমান, নবী (সা.)-এর নিখুঁত অনুসরণ, ইসলামের প্রচার-প্রসার তথা একজন খলীফার গুণবৈশিষ্ট্য কুরআন ও হাদীসের তথ্যের ভিত্তিতে সমুজ্জ্বল হয়ে ফুটে উঠেছে বিখ্যাত মুসলিম সেনাপতিদের বিজয় কাহিনী গ্রন্থে। এ গ্রন্থে রয়েছে – কুরআন ও হাদীসের তথ্যের ভিত্তিতে » মহানবী (সা.)-এর বীরত্বের কাহিনী। » সেনাপতি সাহাবা (রা.)দের বিজয় এবং মহিলা সাহাবী (রা.)দের বীরত্বের কাহিনী » মহানবী (সা.)-এর সুন্নত ও আদর্শকে সমুন্নত করতে আত্মত্যাগের কাহিনী » ইসলামের প্রতি অনুরাগ ও মহব্বতের হৃদয়স্পর্শী কাহিনী » ইসলাম প্রচারের অদম্য স্পৃহা ও দায়িত্বের কাহিনী। » অমিয় শাহাদাতের কাহিনী »অর্থবল, জনবল, সামরিক বল ও সংখ্যাধিক্যের বিপক্ষে ঈমানদীপ্তির বিজয়গাঁথা * »তাগুতি শক্তির বিরুদ্ধে সত্য-ন্যায়ের জয়ের কাহিনী আশা করি, বাংলাভাষী মুসলমানরা এ গ্রন্থ পাঠে ঈমানী শক্তিতে বলিয়ান হবে এবং নবী (সা.)-এর মূর্ত আদর্শে নিজেকে খলীফার পূর্ণাঙ্গ রূপ দিতে সার্থক হবে।