"বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা" ফ্ল্যাপে লেখা কথা: মানুষের ভাব প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ভাষা। পৃথিবীর ভাষার উদ্ভবের ইতিহাস কয়েক হাজার বছরের পুরােনাে হলেও এর ইতিহাস অনুসন্ধান চেষ্টা মাত্র দু'শাে বছরের বেশি নয়। উনিশ শতক মূলত ভাষার ইতিহাস শাস্ত্রের স্বর্ণযুগ। তবে আজও পৃথিবীতে ভাষা নিয়ে নিরন্তর চর্চা ও গবেষণা চলছে। বাঙালি জাতি হিসেবে বাংলা ভাষার ইতিহাস জানা অনস্বীকার্য পাশাপাশি ভাষার শুদ্ধ চর্চা ও প্রয়ােগের জন্য বাংলা ব্যাকরণ তথা ব্যবহারিক বাংলা জানাও শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। সে লক্ষেই জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা অনার্স বিষয়ে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা কোর্সটি চালু করেছে। এতদ বিষয়ক অনেক সহায়ক গ্রন্থ থাকলেও সহজ প্রাঞ্জল ও নির্ভুল তথ্য বহুল গ্রন্থের অভাব রয়েছে। এছাড়াও কর্মক্ষেত্রে ব্যবহৃত বাংলা ভাষার টুকিটাকি নানা দিক একটি মাত্র গ্রন্থে একত্রে পাওয়া যায় না। এ গ্রন্থ রচনা ও সম্পাদনার সময় ছাত্র-ছাত্রী, শিক্ষকগণ ও সাধারণের প্রয়ােজন ও অসুবিধার কথা সর্বদা বিবেচিত হয়েছে। ফলশ্রুতিতে গ্রন্থটিতে বাংলা ভাষার ইতিহাস ও কর্মক্ষেত্রে ব্যবহারিক বাংলার প্রয়ােজনীয় সকল বিষয়েরই সহজ প্রাঞ্জল অথচ নির্ভুল তথ্যবহুল আলােচনা-সমালােচনাসমূহ সযত্নে রচিত ও সংকলিত হয়েছে।