সূচিপত্র * অগ্রযাত্রা * স্বদেশপ্রেম এবং প্রতারণা * ক্ষমতা, পুরোহিতবর্গ ও রাজনীতিবদি ব্যক্তি * সামাজিক পুঁজি * নাগরিক-শঠ বা রক্ষক * শকুন সংস্কৃতি * তৃতীয় বিশ্ব বা তৃতীয় শ্রেণী * ভারতের চলতি অবস্থা * ঘটনা, আরও অধিক ঘটনা- এক সতর্ক চক্ষু * দুর্নীতি * মূল্য কে দেবে? * ন্যায়বিচার ও সুশাসন * ঐতিহ্য বা ভণ্ডামি * স্বাধীনতার সীমানা * ধর্মের উর্ধ্বে মানবতা এবং জাতি * দেশ প্রথম
ভূমিকা একদিন এক ধনী ব্যাক্তি তার ছেলেকে গ্রামে বেড়াতে নিয়ে গেলেন। উদ্দেশ্য গরিব লোকদের জীবনযাত্রা দেখান। তারা একদিন এক নিতান্ত গরিব পরিবারের একটি কৃষি খামারে একদিন এবং এক রাত্রি কাটালেন। ভ্রমণ থেকে ফিরার পথে পিতা পুত্রকে ভ্রমণটি কেমন লাগল তা জিজ্ঞেস করলেন।
পুত্র অত্যন্ত ভাল বলে মন্তব্য করলে পিতা তাদের জীবনযাত্রা থেকে পুত্র কি শিক্ষা পেল তাও জিজ্ঞেস করলেন।
পুত্র উত্তর দিল, ‘আমি দেখতে পেলাম বাড়িতে আমাদের একটি কুকুর আছে। আর ওদের আছে চারটি। আমাদের জলাশয়টি বাগানের মধ্য পর্যন্ত প্রসারিত। কিন্তু ওদের কোন জলাশয় নেই। আমাদের বাগানে একটি বিদেশী বাতি রয়েছে, ওদের রয়েছে তারকাবাজি। আমাদের সম্মুখ চত্বর পর্যন্ত বিস্তৃত এবং ওদেরটি তিদক চক্রবাল পর্যন্ত প্রসারিত।’
ছেলের কথা শুনে পিতা বাক্যহীন হয়ে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এনআরআই থেকে গল্পটি আমি পেয়েছিলাম। আমি নির্দোষ বালকটির আশাবাদিতাকে প্রশংসা না করে পারি নি। কিন্তু মনে হচ্ছে সে যা দেখেছিল তা সে ব্যক্ত করে নি। আমরা বিষয়টিকে যেভাবেই দেখি না কেন সঠিক অবস্থান এবং অনুমানের মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে। পরিবর্তন না হওয়া পর্যন্ত অবস্তা তার সঠিক অবস্থানেই থাকে। দারিদ্রতা এবং ক্ষুধা হচ্ছে অবস্থান। তারকা এবং ক্ষুদ্র জলাশয়কে আমরা যেভাবেই দেখি না কেন, তা ক্ষুধার্ত পেটের খাদ্য সমস্যার কোন কাজে আসে না। কারণ, তাকে ঔষদ দিতে পারে না। যাদের বিবেক সুপ্ত কিন্তু মৃত নয় তাদের প্রতি জনগণের আহ্বান নিয়ে পুস্তকটি লেখা হয়েছে। যাদের অনুভূতি সঞ্চালিত এবং ভারতের জন্য যারা কাঁদে তাদের প্রতি এ আহ্বান। এ আহ্বান একটি প্রতিযোগীতা যা আমাদেরকে উন্নতির সোপানে নিয়ে যাবে। ভারতের জন্য গৌরব আনয়নে উদ্যোগী প্রতি ভারতবাসীর প্রতি আমার উৎসাহ ও উদ্দীপনা রইল।
উদ্বিগ্ন নাগরিকদেরকে নিজেদের এবং জাতির ভবিষ্যত নির্ধারণে প্রস্তৃতি নিতে হবে। জীবন শুধুমাত্র পোশাকী মঞ্চ নয়। অবস্থার আদর্শগত কোন অবস্থান নেই এবং থাকবেও না। অবস্থা স্থান এবং সময় সাপেক্ষ। অগ্নি-পরীক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করতে হয়েছে। বিজয়ীরা সমস্যার মধ্যে থেকেও কৃতিত্ব অর্জন করে।
প্রতিভাধর উৎসুক একদল নাগরিকই কেবল পারে ইতিহাসের গতি পথকে পরিবর্তন করতে।
‘সিংহ কর্তৃক পরিচালিত একশত মেষের একটি সেনাবহিনীকে আমি যত ভয় পাই, মেষ কর্তৃক পরিচালিত একশত সিংহকে তত ভয় পাই না।’
সুশাসন থেকে উৎসারিত অন্যায় বিচার, কলুষিতা এবং অত্যাচারকে সহ্য না করার অস্বীকৃতি এবং ক্রোধ থেকে পুস্তকের জন্ম। নীতিবান নাগরিকদেরকে মর্যাদা এবং উন্নতির পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য সততার সাথে যে নেতৃত্ব প্রদান করবে আমাদের সমাজ কি তার নেতৃত্বে পরিচালিত হওয়ার জন্য প্রস্তুত? অন্য কোন ব্যক্তির মধ্যে নেতৃত্ব অন্বেষণ না করে আপনি নিজেই নেতৃত্ব দিয়ে পারেন। নেতৃত্ব প্রদানের জন্য সমাজ আপনার দিকে তাকিয়ে আছে। নিজে নিজেই ভাগ্য নিয়ন্ত্রণের ভার গ্রহণ করুণ।