"মহানায়ক শেখ মুজিবুর রহমান" বইটির 'লেখকের কথা' অংশ থেকে নেয়াঃ যে-যুগে গণতন্ত্রের নামে দলতন্ত্র, ব্যক্তিস্বাতন্ত্রের নামে ব্যক্তিস্বার্থ এবং সমষ্টিস্বার্থের নামে ব্যষ্টিস্বার্থ অগ্রগণ্য হয়ে উঠেছে এবং সমাজ ও দেশের জনগণের কল্যাণের পরিবর্তে সর্বপ্রকার অমঙ্গল ঘটছে সেই অধঃপাতিত ও অন্ধকারময় যুগে সত্যিকারের জনদরদী, মানবকল্যাণকারী, স্বদেশসেবার ব্যাকুল আকাঙ্ক্ষায় জীবনের সর্বস্ব অর্পণকারী এবং প্রকৃত গণতান্ত্রিক নেতা শেখ মুজিবুর রহমান একটি ব্যতিক্রম ব্যক্তিত্ব নিয়ে সারা বিশ্বের জনগণকে স্তম্ভিত করে দিয়েছেন। সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের জীবন ও কার্যাবলী একালের মানুষদের কাছে আশ্চর্যের বিষয় বলে বােধ হলেও তিনি কিন্তু আশ্চর্য নন। তিনিই হচ্ছেন সত্যিকার বাস্তব জগতের মানুষ যিনি নাকি কথায় ও কাজে এক। জনগণকে মিথ্যা চমকপ্রদ নির্বাচনী বুলির মৌতাতে মােহিত করে শাসকের আসন ছলেবলে অধিকার করে নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে নির্বাচনােত্তরকালে আত্মগােপন করে থাকেননি। বরং তাঁর ন্যায় ও সত্যের সংগ্রামে, বলিষ্ঠ ও জনহিতকর নীতির সম্মুখে যারা প্রতিরােধের শক্তি যুগিয়েছে তাদের তিনি সবল হাতে, তীক্ষ যুক্তি ও নির্ভেজাল কর্মের মাধ্যমে প্রতিহত করতে এগিয়ে এসেছেন। পরিণাম স্বরূপ তাঁকে এবং তাঁর দলের অনেক নেতাকে পাকজঙ্গীশাহীর কারাগারে দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে বটে, কিন্তু তথাপি মহানায়ক মুজিবুরের নাম বিশ্বের ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এক কথায় তিনি সর্বকালের জন্যে সর্বদেশের কাছে চিরবরেণ্য নেতারূপে পূজিত হবেন এবং অমরত্ব লাভ করবেন। এমন কি অদূর ভবিষ্যতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের কাছে জাতির পিতারূপে গণ্য হবেন। আমি এই ক্ষুদ্র গ্রন্থে সেই মহানায়কের মহিমময় জীবন ও কর্মের এবং সেই সঙ্গে পাকিস্তানের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লিপিবদ্ধ করেছি।