"শার্লক হোম্স রচনাবলী (অখণ্ড)" বইয়ের ভূমিকা সৃষ্টির মধ্যে স্রষ্টার ভাবনা প্রকাশ পায়। সৃজনের বহুবিধ আনন্দ ও বৈচিত্র্য সৃষ্টির মর্মমূলে বিরাজ করে। সৃজনকর্তার মনের ভাবই তার নির্মাণকে সম্ভব করে। অনেক সময় লেখা যেন তার রচনাকারকে পেছনে ফেলে এগিয়ে যায় সামনের দিকে, যদিও সৃষ্টি আর তার নির্মাতা এক ও অনন্য। বৈষ্ণব সাহিত্যের ভাবনায় বলব- মৃগমদ ও তার গন্ধ যেমন অবিচ্ছেদ, অগ্নি ও তার দহনের মধ্যে যেমন কোনও ভেদ নেই তেমনি উৎপাদয়িতা ও তার নির্মিত বস্তুর মধ্যে ফারাক থাকে না। অন্তত সাহিত্যের ক্ষেত্রে তা সত্যি। তবে এটা আশ্চর্য যে লেখকের কর্মের ফসল অনেক সময় নির্মাণকর্তার অধিকারকে যেন ছাড়িয়ে যায়। কবি লেখক যে সােনার ফসল ফলান মহাকাল সেই কবিকে পরিহার তার উৎপন্ন দ্রব্যকে স্বর্ণতরীতে করে নিয়ে যান অনন্ত সঞ্চয়ের সােনালী প্রাসাদে এবং অনেক সময়ই কবি শূন্য নদীর তীরে পড়ে থাকেন। প্রায় ক্ষেত্রেই সাহিত্যের মধ্যে এই প্যারাডক্সিকাল ব্যাপারটা ঘটে থাকে। | বিশ্ববিশ্রুত রহস্য কাহিনীর লেখক Sir Arthur Conan Doyle (১৮৫৯-১৯৩০) এবং তাঁর অবিস্মরণীয় সৃষ্টি Sherlock Holmes-কে নিয়ে একরকমই আশ্চর্য ব্যাপার-স্যাপার ঘটেছে। কোনান ডয়েলের নাম সারা বিশ্বের সবাই জানেন। ডিটেকটিভ গল্প-উপন্যাস লিখে তিনি অপরিসীম খ্যাতি অর্জন করেছেন। তাঁর আবির্ভাবের সার্ধশতবর্ষ পরেও তিনি সমান মহিমায় বিদ্যমান রয়েছেন। কিন্তু তাঁর সৃষ্টি শার্লক হােমস্ যেন জনপ্রিয়তায় তাঁকে অতিক্রম করে গেছেন। লেখকের এক সৃজনকল্পনার ফসল এই চরিত্রটি গােটা দুনিয়ার মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। পৃথিবীর অসংখ্য স্রষ্টার নির্মাণ অগণিত চরিত্রের মধ্যে ক’জন এই স্থান পেয়েছেন আলােচনার বিষয়। এই কল্পিত চরিত্রের নামে অসংখ্য প্রতিষ্ঠান নির্মিত হয়েছে; হােমসে্র যে বাসস্থানটির প্রকৃতপক্ষে কোনও অস্তিত্ব নেই সেই লন্ডনের 221B Baker Street-এ আসেন অগণিত দর্শক সেই গােয়েন্দার বাসস্থান ও কর্মক্ষেত্রটিকে দেখতে; সেই ঠিকানায় তাকে চিঠিও লেখেন অনেকেই; হােমদ্রে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে, তার বিদ্যা সাহস কর্মপদ্ধতি ইত্যাদি নিয়ে অনেকে অনেক কিছু লিখেছেন; এই কল্পিত চরিত্রের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে; ওয়েব সাইটের অনেক জায়গা জুড়ে রয়েছেন হােমস্। তাই তার নামেই বই প্রকাশিত হয়। যেমন শার্লক হােমস্ রচনাবলী’ যা একুশ শতকের প্রকাশিত গ্রন্থের নাম।
শার্লক হোমস (ইংরেজি: Sherlock Holmes) ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৮৮৭ সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল। হোমস একজন উচ্চমেধাসম্পন্ন লন্ডন-ভিত্তিক "পরামর্শদাতা গোয়েন্দা"। নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং ফরেনসিক বিজ্ঞানে দক্ষতাবলে জটিল আইনি মামলার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তাঁর খ্যাতি ভুবনজোড়া।