ফ্ল্যাপে লিখা কথা গল্প সে তো যাপিত জীবনেই ছবি। এ জীবনে চড়াই উৎরাই আছে, আনন্দ বেদনার অভিঘাত আছে, আছে প্রাপ্তির আলোক উচ্ছ্বাস এবং অপ্রাপ্তির প্রগাঢ় হাতাশাও। এই সব কিছু মিলিয়েই জীবনের অম্লমধুর নির্যাস। আর সেই নির্যাসমথিত উপাদানের শৈল্পিক বুনুনে গড়ে ওঠে জীবনের গল্প, জীবনজয়ী গল্প। গ্রন্থভুক্ত প্রতিটি গল্পই নতুন এবং আলাদা। এ স্বতন্ত্র যতটা না গল্পের বিষয় উপজীব্যে , তারও অধিক বহিরঙ্গের প্রকরণে এবং উপস্থাপনের অভিনবত্বে। এইখানে এসে প্রতিটি গল্পই অতিক্রম প্রয়াসী পূর্ববর্তী গল্পের । এভাবেই ক্রমাগত এগিয়ে যাওয়া, সমুখের পাথর সরিয়ে আরো এক দাপ এগিয়ে পা ফেলা। বিচিত্র সব পাত্রপাত্রী এসে জীবনপাত্র মেলে ধরেছে এ গ্রন্থের পাতায় পাতায়। তারা গল্পকারের হাতের ক্রীড়নক নয়, বরং ক্ষেত্রবিশেষে এই চরিত্রগুলিই নিজেদের স্বাভাবিক এবং স্বতঃপ্রণোদিত বিকাশের স্বার্থে গল্পকারের ভাবনার গথিপথ নিয়ন্ত্রণ করেছে, আবার নতুন মাত্রায় পথও দেখিয়েছে। এ কারণেই এখানে প্রতিটি পাত্র পাত্রী স্বতন্ত্র আলোক প্রভায় উদ্ভাসিত এবং জীবন্ত। আর এদের প্রাণ সম্পদের জোরেই এ বইয়ের গল্পগুলি হয়ে উঠেছে প্রখর গতিময় এব জীবনমুখি।
সূচিপত্র * সমুখে শান্তিপারাবার * একটি মুনাজাতের গল্প * সেই এক অর্জুন গাছ * বাড়ি নেই * দাহ * পুনর্জন্ম * সোনার খাঁচা * করতলে নিঃসঙ্গ ছায়া * মৃত্যু বিলাস * স্বীকৃতি
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।