ফ্ল্যাপে লেখা কিছু কথা গণিত সকল বিজ্ঞানের মাতৃস্থানীয়। অন্যদিকে কম্পিউটার হলো আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রধান সৃষ্টি। একটি মানুষের জ্ঞানচর্চা তো বটেই, সৃজনশীল অসংখ্য কাজের সাথে সরাসরি যুক্ত হয়ে আছে। আর এই কম্পিউটারের পিছনে রয়েছে গণিত। এই বইটিতে গণিত এবং কম্পিউটারের অসংখ্য বিস্ময়কর তথ্য উপস্থাপন করা হয়েছে। এসব বিষয় আমি নিজে যখন পড়েছি, তখন আমার কাছেও বিস্ময়কর বলেই মনে হয়েছে। আর সে কারণেই আমি এগুলো একসাথে জড়ো করে চেষ্টা করেছি আমার বিশাল পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে। এসব তথ্য শুধু যে পাঠদানেই মানুষকে তৃপ্তি দেবে তা নয়, এটি মানুষের জানার ক্ষেত্র আরো বাড়িয়ে দেবে বলে আমি ধারণা করি। বিশেষত আমার মতো আড্ডাবাজদের আসর জমিয়ে তোলার ক্ষেত্রেও এই বইটি পাঠক সহায়তা করবে। বইট প্রণয়ন করার সময় বিভিন্ন উৎস থেকে আমি তথ্য ও সূত্র গ্রহণ করেছি নির্দ্বিধায়। তবে তথ্য ও সূত্র সংগ্রহের কাজ বাকি সবটুকুই আমার মৌলিক কাজ। এমনকি এই বইয়ে ব্যবহৃত সকল চিত্র সাহিত্য বিকাশ-এর কর্ণধার জবান ফজলুর রহমানের নিরন্তর তাগিদের কথা স্মরণ করতেই হয়। তাঁর ঐকান্তিক অনুরোধ বা প্রচেষ্টা ছাড়া এই বইটি আমি লেখার চেষ্টা করতাম কি না সন্দেহ। কিংবা লিখলেও পাঠকের কাছে কবে পৌঁছাত, তা অজানাই ছিল আমার। সূচিপত্র *গণিত নিয়ে কিছু কথা *কম্পিউটার নিয়ে কিছু কথা *আসকি সংখ্যা *গণিতের জন্ম *অ্যাবাকাস *বৈদিক গণিত কম্পিউটার বিশ্বে প্রথম *প্লাস্টিক সংখ্যা *এনিয়াক *গুণ করা *স্টোনহেঞ্জ *৯-এর রহস্যময় গুন *গণিতে গ্রিক বর্ণ *সুপারকম্পিউটার : বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার *অপটিক্যাল ফাইবার *কুইপু রহস্য *১ কেন এক, ২ কেনে দুই... *রহস্যময় সংখ্যা *প্রথম ব্যবহারযোগ্য কম্পিউটার *কিউবিট *রাইন্ড প্যাপিরাস *গুণ করো তো দেখি
অপরেশ বন্দোপাধ্যায় এর জন্ম ১লা বৈশাখ , তিনি চট্রগ্রামে জন্মগ্রহন করেন । তার লেখাপড়া শুরু করেন চট্রগ্রামের যে এম সেন হাই স্কুলে । পরবর্তীতে তিনি ঢাকায় পড়ালেখা করেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেধাবৃত্তি সহ প্রথম শ্রেনীর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিজ্ঞান গবেষক হিসেবে। তিনি একজন কম্পিউটার প্রশিক্ষক ও পাশাপাশি একজন সফটওয়ার প্রনেতা । তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক বিজ্ঞান , সাহিত্য, সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন স্তরের সদস্য ও বেশ কয়েকটি সাহিত্য ও বিজ্ঞানের শাখার প্রতিষ্ঠাতা । তিনি বিজ্ঞান নিয়ে লেখালেখি ও গবেষনা করে থাকেন , পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি ও বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার জন্য লেখক শ্রেষ্ঠ প্রাবন্ধকের পুরষ্কার । তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৫ টি । তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করে থাকেন , তবে বিজ্ঞান বিষয়ক লেখালেখি তার প্রথম পছন্দ । তিনি বিজ্ঞান নিয়ে লেখালেখি করতেই স্বাচ্ছন্দ বোধ করেন । লেখালেখি ছাড়াও তিনি হোমিওপ্যাথি চিকিৎসা, যোগ ব্যায়াম , প্রাথমিক চিকিৎসাবিজ্ঞান ও জল চিকিৎসায় বিশেষ দক্ষ । বর্তমানে তিনি বাংলা একাডেমীর পরিচালক হিসেবে কর্মরত আছেন ।