ভূমিকা “বাংলা প্রবন্ধের দিগ্বলয়” প্রবন্ধ-সংকলনটি বিগত কয়েক বছর ধরে সংগ্রহ ও সংকলন করেছি। এক নবীন প্রকাশক সাগ্রহে বইটির কাজ শুরু করেও শেষ করতে পারেনি। ফলে পাণ্ডুলিপি দীর্ঘকাল পড়েছিল। সম্প্রতি তুহিনা প্রকাশনী এই সংকলনের দায়িত্ব নিয়ে আমাকে চিন্তামুক্ত করেন। এ ব্যাপারে আমার গবেষক-ছাত্র শ্রী শুভাশিস দাসের উদ্যোগ বারেবারে স্মরণ করি। এছাড়াও শুভঙ্কর পাত্র ও তন্ময় মন্ডল যথেষ্ট সহায়তা করেছে। কেন এই প্রবন্ধ-সংকলন? বাংলা সাহিত্য পাঠের ক্ষেত্রে দর্শন-বিজ্ঞান-ইতিহাস ইত্যাদি প্রসঙ্গ উপেক্ষা করা যায় না। অথচ সে-বিষয়ে মুঠোবন্দী আলোচনারও অভাব। ভাষার ইতিহাস বা সাহিত্য তত্ত্বের ইতিহাস এক নজরে জানতে হলে তেমন প্রাজ্ঞ রচনা কই? এই ভেবেই বাংলা সাহিত্যের কৃতবিদ্য ব্যক্তিদের লেখা চেয়ে বা পুনর্মুদ্রণ করে সংকলনটি প্রস্তুত করি। এ ব্যাপারে জীবিত লেখক ও লেখিকাদের সঙ্গে মৌখিক বা দূরভাষে সম্মতি নিয়েছিলাম। কেউ নতুন করে লেখা দিয়েছিলেন। সকলের কাছে আমি কৃতজ্ঞ। কয়েক বছর লেগে গেল এই সংকলন প্রকাশিত হতে। এজন্য লেখক-লেখিকাদের কাছে মার্জনা চাই। নানা ব্যস্ততার দরুণ প্রুফ দেখাতেও ত্রুটি ঘটেছে। পাঠকেরা সমগ্র বিষয়টি সহৃদয়ভাবে দেখলে ভারমুক্ত হবো। মনে করি, এই পঁয়ত্রিশটি প্রবন্ধ মনস্ক পাঠকদের বিন্দুতে সিন্ধু দর্শনের আনন্দ দেবে। প্রবন্ধ বিন্যাসে বিষয় ও ভাবের অনুক্রম নয়, বৈচিত্র্যের আস্বাদ দিতে চেয়েছি। খ্যাতনামারা ক্ষমা করবেন। পুনরায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।