আপনাদের সেবায়: স্বরসম্রাট আলি আকবর খান - এর আত্মজীবনী (কিছু অংশ)
বাবার সংগীত দর্শন বাবার সংগীত সম্বন্ধে কিছু লেখা, অনেকটা নুনের পুতুলের সমুদ্র মাপতে যাওয়ার মতন। যদিও অনেক লেখক, গবেষক ওঁর বাজনা সম্বন্ধে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে লিখেছেন বা কোনো বক্তৃতা বা আলোচনায় তাঁদের মতামত পেশ করেছেন কিন্তু তবু কেন জানি না সেইসব মতামত পড়ে বা শুনে ওঁর বাজনার একটা ছায়া কল্পনা করার বেশি আর কিছু করে উঠতে যেমন আমি পারিনি, তেমনি যাঁরা দীর্ঘদিন ওঁর বাজনা শুনেছেন, শিখেছেন, তাঁরাও আমার সঙ্গে একমত হবেন, এটা আশা করাও কোনো অন্যায় হবে বলে মনে করি না। বাবার নিজের কথায়, ‘এখনো বাজাবার আগে এবং বাজাতে বসলে নার্ভাস লাগে । রগের দুপাশটা দপদপ করে কিছু সময়ের জন্য, তারপর সব ঠিক হয়ে যায়। আমি নিজেও তখন বুঝতে পারি না আমি কী বাজাচ্ছি। আমি তখন নিজেই নিজের বাজনার শ্রোতা হয়ে যাই।' এই কটা সামান্য কথার মধ্যে যে কী গভীর দর্শন আছে তা একটু মনোযোগসহ পড়লে বোঝা যায়। তাই, আমি মনে করি বাবার বাজনার সম্বন্ধে কিছু লিখতে গেলে বা জানতে গেলে ওঁর নিজের কথায় বা ওঁর নিজের উপলব্ধিকেই আমাদের সম্বল করে বুঝতে হবে, তাতে বিষয়টা তাত্ত্বিক না হয়ে একটা সহজ সরল সংগীতের রূপ নেবে যদিও তার ভেতরে থেকে যাবে অন্তর্নিহিত সংগীতের দর্শন।
Title
আপনাদের সেবায়: স্বরসম্রাট আলি আকবর খান - এর আত্মজীবনী