ভারত ইতিহাসে নিম্নবর্গের নারী শ্রমিক: এদের সংকট ও সংগ্রাম
ভূমিকা গ্রন্থটি অতি সহজ, সরল বাংলায় দশটি অধ্যায়ে উপস্থাপন করার চেষ্টা হয়েছে। গ্রন্থটিতে তৃণমূলস্তরের নারী শ্রমিকদের নানা যন্ত্রণার তিক্ত অভিজ্ঞতা, তাদের সামাজিক-অর্থনৈতিক সংকট, আত্মপরিচয়ের অনুসন্ধান, ঔপনিবেশিক ও তৎপরবর্তী পর্বের আধুনিকতা ও পরিবর্তনের সঙ্গে কখনও সমঝোতা, আবার কখনও আপসহীন নিরন্তর সংগ্রামের বিষয়গুলি মুখ্য বিষয় হিসেবে স্থান করে নিয়েছে। প্রথম অধ্যায়ের প্রথমাংশে উনিশ শতকের ভারতে সামাজিক ও সাংস্কৃতিক পটপরিবর্তন দিয়ে এই আখ্যানের শুরু। এরপর এই অধ্যায়ের দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে নারী ইতিহাসের নানা উপকরণ যার সম্পর্কে জ্ঞান না থাকলে এই ধরনের ইতিহাসটাই লেখা সম্ভব নয়। দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে নিম্নবর্গের নারীর গৃহশ্রম এবং এর অবমূল্যায়নের নানা দিক। তৃতীয় অধ্যায়ে কৃষি অর্থনীতিক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এর সূত্র ধরেই আলোচিত হয়েছে তাদের আর্থ-সামাজিক অবস্থান এবং কাজের অবদানের মূল্যায়ন। এরপর চতুর্থ অধ্যায়ে প্রান্তিক কৃষক রমণীদের কয়েকটি ঐতিহাসিক গণসংগ্রাম তুলে ধরা হয়েছে যা তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের বহিঃপ্রকাশ। নানা ঘটনা ও বৈচিত্র্যে সমৃদ্ধ এইসব সংগ্রামের নানা দিকগুলি বিশ্লেষণ করার চেষ্টা হয়েছে। পঞ্চম অধ্যায়ে উনিশ শতকের ভারতবর্ষে আধুনিক শিল্পের বিকাশ এবং এর সূত্র ধরে দেশি-বিদেশি পুঁজিপতি ও তাদের সাঙ্গপাঙ্গদের সাথে নারী শ্রমশক্তির নানা সম্পর্কের গঠন এবং এই সম্পর্কের নানা অশুভ দিকগুলি আলোকিত করার চেষ্টা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে ঔপনিবেশিক আধুনিক শিল্পের মহিলা শ্রমিকরা পুঁজিবাদ বিরোধী যে সমস্ত আন্দোলন ও ধর্মঘট করেছিলেন এর কারণ বৈশিষ্ট্য, ধরনধারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায়ে তুলে ধরা হয়েছে ট্রেড ইউনিয়ন, মহিলা নেতৃত্ব ও নারী সংগঠনগুলির কার্যকলাপের ও এর মূল্যায়নধর্মী আলোচনা। অষ্টম অধ্যায়ে অসংগঠিত কয়েকটি শিল্পক্ষেত্রের মহিলাদের জীবিকার সমস্যা এবং পরিবারে ও সমাজে তাদের প্রকৃত অবস্থানসংক্রান্ত বিষয়গুলি উপস্থাপিত করা হয়েছে। নবম অধ্যায়ে সমাজে একেবারে অবহেলিত কাজের মেয়েদের কাজের ধরনধারণ ও মর্মান্তিক দুঃখের কথা তুলে ধরা হয়েছে। শেষ অধ্যায়ে স্বাধীনতার পরবর্তীকালে, বিশেষ করে আন্তর্জাতিক নারী বর্ষের পর ভারতীয় নিম্নবর্গের নারী শ্রমশক্তির প্রকৃত অবস্থা পাল্টেছে কিনা অথবা সমাজে ও পরিবারে তাদের মর্যাদা ও অবস্থানের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন ঘটেছে কিনা তার অনুপুঙ্খ মূল্যায়নই উদ্দেশ্য। আলোচনার ইতি টানা হয়েছে বিশ শতকের একেবারে শেষে। এর কারণ ভারতের স্বাধীনতা অতিক্রান্ত হওয়া পঞ্চাশ বছর সময়কালকে নিম্নবর্গের নারী শ্রমশক্তির অবস্থার মূল্যায়নের সুবিধার্থে গ্রহণ করা হয়েছে।
Title
ভারত ইতিহাসে নিম্নবর্গের নারী শ্রমিক: এদের সংকট ও সংগ্রাম