ভূগোল-এ স্নাতক, সাম্মানিক ও স্নাতকোত্তর পাঠ্য পুস্তক হিসাবে পাঠক্রম অনুসারে বইটি লেখা হয়েছে। বইটিতে প্রথম অংশে সাগরীয় ভূগোল সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। পৃথিবীর বিশাল জলরাশির নানা বৈজ্ঞানিক ব্যাখ্যা ও তত্ত্ব বিষয়ে বিশেষভাবে বলা হয়েছে। এমনকি বইটির মধ্যে সমুদ্র উপকূলের গঠন ও আকৃতি সম্বন্ধে নানা বৈজ্ঞানিক সমালোচনা করা হয়েছে। বর্তমানে বিজ্ঞান চিন্তার বিকাশ ও প্রকাশ লাভের সঙ্গে সঙ্গে সমুদ্রকে নানা কাজে ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নতির কাজে লাগানোর কথাও বলা হয়েছে। বিশেষ করে সমুদ্র ও জলবায়ুর মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা হয়েছে। এতে সাগরীয় ভূগোলের ব্যবহারিক দিকটি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। বইটির দ্বিতীয় অংশে উদক বিদ্যা আলোচিত হয়েছে। পৃথিবীর বিশাল জলরাশি কীভাবে চক্রাকারে নানা পদ্ধতির মধ্যে সামঞ্জস্য রেখে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেছে তা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। এমনকি নদী অববাহিকা উদকচক্র সম্বন্ধে আলাদা ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া উদকবিদ্যার ব্যবহারিক দিক বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে যা সকল পাঠক-পাঠিকার কাছে সহজবোধ্য হবে বলে আশা করা যায়।