ক্রমশ বদলে যাচ্ছে জীবন। ঘূর্ণমান দ্রুতধাবিত এই সময়কে স্পর্শ করে থাকা প্রতিটি মানুষ সর্বদা সম্মুখীন হচ্ছেন নিত্য-নতুন ভাব ও ভাবনার। সনাতন তত্ত্বগুলির সঙ্গে নতুন তত্ত্বের আবাহনে তাঁকে সদা তৎপর ও সতর্ক থাকতে হয়। কেননা বিবিধ ও বর্ণিল তত্ত্ববিশ্ব জ্ঞানের সীমান্তকে কেবলই প্রসারিত করে চলেছে। নানান চিন্তক মানুষের ভাবনাবলয় জন্ম দিচ্ছে নতুন নতুন আইডিয়া বা বস্তুবিশ্বের নবব্যাখ্যান। তাই বলে কি প্রচলিত ভাবভাবনাগুলি খারিজ হয়ে যাবে? যাবে না। কিন্তু পাঠকদের তৈরি হতে হবে বিদ্যমান সমাজের প্রবহমান টার্ম বা শিরোনামের অন্তর্গত তথ্য ও তত্ত্বের বয়ান জেনে নিতে। এ-বই তারই সচেষ্ট আর সচেতন এক প্রস্তুতির রূপরেখা। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ‘বুদ্ধিজীবী' শব্দটিকে বিতর্কবহুল ও বহুমাত্রিক করে তুলেছে। বুদ্ধিজীবী বলতে আমাদের উত্তর-আধুনিক সমাজ-পরিবেশ বিশেষ এক শ্রেণির মানুষের দ্যোতনা আনে এবং অবশ্যই তা বিচিত্র ও বহুমাত্রিক। প্রতীচীর কারোর কারোর মতে বুদ্ধিজীবী মানে ‘মেধাশ্রমিক’, কারোর ভাষ্যে ‘মানবীয় ট্রান্সফর্মার', কেউ ভেবেছেন ‘মেকি মেধাসম্পন্ন উন্নাসিক',—আন্তোনিও গ্রামসির মতে সমস্ত মানুষই বুদ্ধিজীবী। ‘বুদ্ধিজীবীর নোটবই’ তাই বঙ্গভাষী সকল জিজ্ঞাসু আধুনিক মনস্ক ও মেধাসম্পন্ন মানুষের জন্য প্রস্তুত হ্যান্ডবুক।
জন্ম ১৯৩৪ সালে। জীবিকায় বাংলা সাহিত্যের অধ্যাপক। অবসর গ্রহণের পরে দু’বছর ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অতিথি অধ্যাপক এবং এখন অতিথি অধ্যাপক পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে ও হাবড়া শ্রীচৈতন্য কলেজের স্নাতকোত্তর বাংলা বিভাগে। বারো বছর ধরে সম্পাদনা করেছেন বার্ষিক সংকলন ‘ধ্রুবপদ’। গবেষণাকর্ম, মৌলিক রচনা ও সম্পাদনার কাজে খ্যাতিমান। ভালবাসেন গান আর গ্রাম। কৃষ্ণনগর আর কলকাতায় উভচর বাসিন্দা। রবীন্দ্রসংগীত, বাংলা গান, লোকধর্ম ও সমাজ নৃত্ত্ব, নিম্নবর্গের সংস্কৃতি, গ্রাম্য মেলা মহোৎসব, মৃৎশিল্প, চালচিত্রের চিত্রকলা, লালন ফকির প্রভৃতি নানা বিচিত্র বিষয়ে তাঁর প্রণিধানযোগ্য বই আছে। তা ছাড়া আছে আখ্যানধর্মী বেশ ক’টি সুখপাঠ্য বই। পেয়েছেন শিরোমণি পুরস্কার (১৯৯৩), আচার্য দিনেশচন্দ্র সেন পুরস্কার (১৯৯৫), নরসিংহদাস পুরস্কার (১৯৯৬) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরোজিনী বসু স্বর্ণপদক (২০০২) আর ‘বিশিষ্ট অধ্যাপক’ খেতাব (২০০৭)। ‘বাউল ফকির কথা’ বইয়ের জন্য পেয়েছেন ২০০২ সালের আনন্দ পুরস্কার এবং ২০০৪ সালের সর্বভারতীয় সাহিত্য অকাদেমি সম্মান।