পদ্মাবতী সমীক্ষা Name টি কা পদ্মাবতী কাব্যে লোক ঐতিহ্য আলাওলের ‘পদ্মাবতী’ মালিক মুহম্মদ জায়সীর যে ‘পদুমাবতী’ কাব্য অবম্বনে রচিত, তা মূলত লোকঐতিহ্যের আধারে পরিকল্পিত। আলাওল যদিও কাব্যটি রচনাকালে মৌলিকতার পরিচয় দিয়েছেন, তবুও জায়সীর অনুসৃত, লোকঐতিহ্যের ধারা বজায় রেখেছিলেন। ‘দেশে দেশে চারণ কবিগণ সামান্য ইতিহাস অবলম্বন রাজপুত-বীরত্বের যে গল্প-কাহিনী গেয়ে বেড়াতেন, তাঁরাই মনে হয় এ গল্পের কাঠমো দাঁড় করিয়েছিলেন। আর অযোধ্যার কবি মালিক মুহম্মদ জায়সী নানা হাত ফেরত হয়ে আসা গল্পকে নিজের ইচ্ছানুযায়ী ও কাব্যের প্রয়োজনে বদলিয়ে ‘পদুমাবত' রচনা করেন।' আর তাই দেখা যায় এ কাব্যে বর্ণিত সিংহল রাজকন্যা পদ্মাবতী, হীরামন পাখি, রাঘবচেতন, দেবপাল, দিল্লির কারাকক্ষ থেকে রত্নসেনের মুক্তিলাভ প্রভৃতি চরিত্র ও কাহিনী লোক সাহিত্য ও রূপকথার আদর্শে বর্ণিত হয়েছে। জায়সীর পদুমাবত একটি আধ্যাত্মিক রূপক কাব্য, সুফি ধর্মানুসারী প্রেম-কাহিনীর উপর এই তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে বহু প্রাচীন কাল থেকে বেশ জনপ্রিয় ছিল এ কাহিনী। রূপক-কৌশল, প্রেমের গল্প ও আধ্যাত্মিকতা এ তিনের সমন্বয়ে জায়সী অসাধারণ কুশলতা অর্জন করেছিলেন, জনপ্রিয়তার প্রধান কারণ এটাই।