ভুমিকা ‘রামায়ণ কৃত্তিবাস পণ্ডিত বিরচিত' বইটির মূলপাঠ' মুদ্রিত হয়েছে ভারবি সংস্করণ থেকে।মূলপাঠে কাণ্ডগুলির বিষয়সূচী নেই। সেইজন্য ভূমিকা লেখার সময় অক্ষয় লাইব্রেরির প্রচলিত ‘কৃত্তিবাসী রামায়ণ'কে অনুসরণ করতে হয়েছে। মূলপাঠ থেকে টানা আদিকাণ্ডও লঙ্কাকাণ্ডের বিষয় পড়ে মনে রাখা কঠিন। তাই আলাদা করে ঘটনাগুলিকে চিহ্নিত করার প্রয়োজনে শিরোনামযুক্ত বিভিন্ন ঘটনার গদ্য-সংক্ষেপ দেওয়া হয়েছে প্রচলিত সংস্করণ অবলম্বনে। ‘ভারবি’সংস্করণে অনেক ঘটনা নেই। প্রক্ষিপ্ত মনে হওয়ায় মূল পাঠের সম্পাদক সেগুলিকে বাদ দিয়েছেন। কিন্তু প্রচলিত সংস্করণে সেগুলি থাকায় ভূমিকা লেখকেরা বর্তমান গ্রন্থে সেগুলির সংক্ষিপ্ত গদ্যরূপ রেখেছেন। কাণ্ডের অন্তর্গত শিরোনামযুক্ত বিভিন্ন ঘটনার সবদিকই পাঠকের কাছে তুলে ধরা হয়েছে। ভূমিকায় উল্লেখ করা হয়েছে কোন্ কোন্ ঘটনা মূল পাঠে নেই। তুলনামূলক পদ্ধতিতে পাঠকের পক্ষে রামায়ণ পাঠের সুবিধা হবে। মূলপাঠের আলোচনার প্রয়োজনে পাঠককে অবশ্যই অতিরিক্ত অংশগুলি বাদ দিতে হবে যেগুলি প্রচলিত পাঠের সংক্ষিপ্ত গদ্যরূপে আছে অথচ মূলপাঠে নেই। চরিত্রচিত্রণ অংশে মূলপাঠ বহির্ভূত উদাহরণগুলিকেও বাদ দিতে হবে। উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে মূলপাঠকে অবলম্বন করতে হবে। বাল্মীকি রামায়ণ-এর অনেক চরিত্র সরাসরি আলোচিত হয়েছে। কারণ আর কিছুই নয় - পাঠক যাতে কৃত্তিবাসী রামায়ণে তার রূপান্তরকে স্পষ্টভাবে বুঝতে পারে। পাঠকের কাছে বইটি আদৃত হলেই প্রকাশনা সার্থক হবে।