ফেললেন? যেটাই হোক, আত্মসমীক্ষার এই খতিয়ান থেকে বেরিয়ে এল যে পাল্টাতে হবে অনেক কিছু আর একেবারে মূল থেকে। কীভাবে পাল্টানো হবে সে নিয়ে নানা মত থাকতে পারে কিন্তু এক জায়গায় নাইপল নিঃসংশয়। চটজলদী, রোমান্টিক, অ্যাডভেঞ্চারপূর্ণ বিপ্লবের পথকে এককথায় উড়িয়ে দিয়েছেন নানা লেখায় বারবার। রেমন্ডের বাড়ির পার্টিতে নিয়ে গেছিল সেলিমকে ইন্দার প্রথমদিন। নানা গুণীজনের সমাবেশ, তারা উদারপন্থী, মানুষের দুর্দশা মোচনের স্বপ্ন দেখেন বিপ্লবের পথে। চালিয়ে দেওয়া ছিল জোয়ান বায়াজ-এর গান--অবিচারের গান, পৃথিবীর অন্তিম দিনের (পারমানবিক যুদ্ধ থেকে গান। সেলিমের মনে কোনো সন্দেহ ছিল না যে এ সবই সাজানো। এভাবে অবিচারের গান মিষ্টি সুরে গাইতে পারে শুধু যারা অধিকাংশ সময় সুবিচার পেয়ে এসেছে এবং আশা রাখে এর পরেও পেতে থাকবে। পৃথিবীর শেষ দিনের ঐ গান যারা গাইছে তারা বিশ্বাস করে পৃথিবী চলতেই থাকবে আর তারা তাতে নিরাপদ। একসময় সরাসরি লিখলেন উপন্যাস ‘গেরিলাজ', অ্যাডভেঞ্চারপূর্ণ বিপ্লবের পথের ওপর: পিটার রোশ দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সাথে জড়িত থেকে সহ্য করেছে পুলিশের