প্রথম অধ্যায় বাংলা মুদ্রণ শিল্পের আদিকথা ও প্রুফ সংশোধন আধুনিক সভ্যতার অনেক বড়ো বড়ো দানের মধ্যে মুদ্রণ শিল্পের উন্নতি একটি উল্লেখযোগ্য অবদান। পৃথিবীর ইতিহাসে প্রথম ছাপাখানা তৈরি হয়েছিল রোম শহরে ১৪৬৫ খ্রিস্টাব্দে। এরও আগে ১৪০৩ খ্রিস্টাব্দে তামা ও টিনের মিশ্রণে একধরনের আলগা টাইপের ব্যবহার করতে শিখেছিল চিন। ভারতে প্রথম ছাপাখানার উদ্ভাবন করে পোর্তুগিজরা। গোয়ায় ১৫৫৬ খ্রিস্টাব্দে তাঁরা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে মুদ্রণশিল্পের সূচনা করেন। এরপর ১৫৫৭ খ্রিস্টাব্দ থেকে সেখানে বিভিন্ন মুদ্রিত গ্রন্থ প্রকাশ পেতে থাকে। বাংলা বই প্রথম মুদ্রিত হয় পোর্তুগালের রাজধানী লিসবনে। গ্রন্থগুলি হল—‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’, ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ’ এবং ‘পোর্তুগিজ-বাংলা ভাষার অভিধান ও ব্যাকরণ'। গ্রন্থ তিনটি লেখা হয়েছিল রোমান হরফে। রোমান হরফে লেখা এর পাণ্ডুলিপি পোর্তুগালে এখনও আছে। ১৭৪৩ খ্রিস্টাব্দে লিসবনে এই গ্রন্থগুলি রোমান হরফেই মুদ্রিত হয়। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের শাসনকার্যের সুবিধার কথা চিন্তা করে বাংলা গদ্যের কিছু অনুশীলন শুরু হয়। কর্মচারীদের বাংলা ভাষা জানা ও শেখানোর উদ্দেশ্যেই হ্যালহেড সাহেব একটি ব্যাকরণ ভিত্তিক গ্রন্থ 'A Grammar of the Bengali Language' রচনা ও মুদ্রিত করেন ।