ভূমিকা এই বই পড়তে গিয়ে প্রথমেই প্রশ্ন উঠতে পারে, কিশোর বয়স বলতে কত বছর বয়স? কত বছর বয়স থেকে কত বছর বয়স কিশোর বয়স ? উত্তর দিতে গিয়ে একেবারে সুস্পষ্ট সীমারেখা টানা না গেলেও মোটামুটি বলা যেতে পারে, বালকও নয় যুবকও নয় এমন বয়সই কিশোর বয়স। তার মানে, বাল্য ও যৌবনের মধ্যবর্তী বয়সকে কিশোর বয়স বলে, সাধারণত ১০-১১ থেকে ১৫-১৬ বছর বয়স। এখন, কিছু অসুখ আছে কেবল কিশোর বয়সেই হয়; কিছু অসুখ আছে প্রায় সব বয়সেই হয়, কিশোর বয়সে কিছু বেশি হয়। এই দুই শ্রেণির অসুখ নিয়েই ‘কিশোর বয়সের অসুখবিসুখ'। কিশোর বয়সের অসুখবিসুখ কেবল কিশোর বয়সের ছেলেমেয়েদেরই কষ্ট দেয় না, তাদের মা-বাবাদেরও উদ্বেগ-উৎকণ্ঠার কারণ হয়। তাই এই বই কেবল কিশোর বয়সের ছেলেমেয়েদের জন্য নয়, তাদের মা-বাবাদের জন্যও। এই বইয়ে মোট বাইশটি অসুখের কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে, কিশোর বয়সে এই বাইশটি অসুখই হয়, আর হয় না। আরও হয়, তবে এই বাইশটি অসুখই সাধারণত বেশি হয় । অসুখগুলি গুরুত্ব অনুসারে সাজানো হয় নি, সাজানো হয়েছে বর্ণানুসারে প্রতিটি অসুখের কথা বলতে গিয়ে প্রথমে অসুখের প্রকার-প্রকৃতি ও উপসর্গের কথা বলা হয়েছে, তারপর চিকিৎসার কথা—সে চিকিৎসা অনেক ক্ষেত্রে বাড়িতে নিজেই করতে পারা যায় এবং সে চিকিৎসা, বলা যেতে পারে, simple, accessible, and virtually risk-free | তাই বলে এই বই ডাক্তারের বিকল্প নয় । এই বইকে বলা যেতে পারে রেফারেন্স বই; এই বইকে নিজে নিজে চিকিৎসা করার কোনও মেডিক্যাল গাইড বা ম্যানুয়াল বলাও ঠিক হবে না । যখনই মনে হবে চিকিৎসা সংক্রান্ত কোনও সমস্যা আছে তখনই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।