"পশ্চিমবঙ্গ সাধারণ গ্রন্থগার আইন সহায়িকা (১২টি বই একত্রে)" বইয়ের ফ্ল্যাপের লেখা: স্বাধীনােত্তর পর্বে পশ্চিমবঙ্গের সাধারণ গ্রন্থাগারগুলিকে সময়ানুযায়ী দু’টি ভাগে করা যায়। ১৯৫৫ থেকে ১৯৭৯, এবং তারপর থেকে এখন পর্যন্ত। দ্বিতীয় পর্বটি খুবই গুরত্বপর্ণ। কারণ এই সময়েই পশ্চিমবঙ্গ সাধারণ গ্রন্থাগার আইন, ১৯৭৯ বিধিবদ্ধ হয়। অর্থাৎ সাধারণ গ্রন্থাগারগুলির এবং তার পরিষেবাসমূহের গুরত্ব স্বীকৃতি পায়। তবে, দুঃখের বিষয়, এই স্বীকৃতি যতটা কাগজে কলমে, ততটা প্রয়ােগে নয়। মনে হয় দুর্বল পরিকাঠামাে ও গ্রন্থাগারের কর্মীবৃন্দ এবং বিভিন্ন স্তরের পরিচালকবৃন্দের মধ্যে সমন্বয়ের অভাব এর একটা কারণ। হতে পারে। এই সময়ের অভাব, অন্তত কিছুটা পরিমাণে দূর করার প্রচেষ্টায় এই প্রকাশনা। এই খণ্ডে এক সাথে থাকছে গ্রন্থাগার আইন এবং পরিচালন বিধি সমূহ ও এ সম্পর্কিত আদেশ। এগুলি বিজ্ঞান সম্মতভাবে বিন্যস্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে সমস্ত শ্রেণীর পাঠকদের উদ্দেশ্যসাধন হয়। বইটিতে সাধারণ গ্রন্থাগার সম্পকে সরকারী ধ্যান-ধারণাকে ধরে রাখা হয়েছে, যা ভবিষ্যতে গ্রন্থাগারের ইতিহাস রচনার জন্য, উপাদানের আকর হিসাবে ব্যবহৃত হতে পারবে। যাঁরা গ্রন্থাগার নিয়ে কাজ করতে চান, ভাবতে চান, এ বই তাঁদের সবসময়ের সাথী হবার যােগ্য বলে মনে করি।
Title
পশ্চিমবঙ্গ সাধারণ গ্রন্থগার আইন সহায়িকা (১২টি বই একত্রে)