বাংলা ছোটোগল্পকার হিসেবে প্রেমেন্দ্র মিত্র আজ কেবল একটা নাম নয়, একটা প্রতিষ্ঠান। তাঁকে ঘিরে সাহিত্যপিপাসু ও প্রবন্ধকারদের আকর্ষণ-আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। বাংলা ছোটোগল্পে নানান শিল্প-বৈচিত্র্যের অধিকারী প্রেমেন্দ্র-র নান্দনিক ভাণ্ডারটি কেমন, এ গ্রন্থে প্রবন্ধকার তার মননঋদ্ধ আলোচনার দ্বারা আমাদের কাছে যেভাবে তুলে ধরেছেন তা সত্যিই তারিফযোগ্য। এক-একটা ছোটোগল্প যে কথাকারের সুচিন্তিত ভাবনা ও মেধার উৎকর্ষতায় গড়ে ওঠে সমাজ-মানুষ ও সময়কালের প্রেক্ষিতে ও পটভূমিকায় —তার একটা সুস্পষ্ট আভাস বা ইঙ্গিত যাই বলি না কেন, এ গ্রন্থের প্রবন্ধকার সার্থকভাবে তার সূক্ষ্ম বিচার- বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শুধু কি আভাস, ইঙ্গিত ? সঙ্গে সঙ্গে পাঠক-পাঠিকাদের কাছে আজও প্রেমেন্দ্র-র গল্প কেন বন্দিত ও বহুল চর্চিত তাও স্পষ্ট করে দিয়েছেন সাবলীলভাবে পাটে পাটে ভাঁজ খুলে দক্ষ সমালোচকের দৃষ্টিকোণ থেকে। এ গ্রন্থখানি যে গবেষকদেরও আরও উৎসাহিত করে তুলবে নিত্য নতুন ভাবনার অনুসন্ধানে তা বলা যেতেই পারে। গ্রন্থখানি যে গল্পকার প্রেমেন্দ্র-চর্চার একটি সার্থক প্রয়াস !