‘এই আনন্দময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কী রেখে গেলাম? মাত্র একটি জিনিষ, তা হল আমার স্বপ্ন-একটি সোনালী স্বপ্ন। স্বাধীন ভারতের স্বপ্ন। কী শুভ মুহূর্ত ছিল সেইটি, যখন আমি এই স্বপ্ন দেখেছিলাম’—ফাঁসির প্রাক্কালে এমনটাই লিখেছিলেন মাস্টারদা। তাঁর স্বপ্নকে ছড়িয়ে দিতেন মন থেকে মনে, ব্রিটিশের চোখে চোখ রেখে প্রত্যাঘাত ফিরিয়ে দিতেন অস্ত্রের জবাবে। আকাশে ঝড় জাগানো এইসব মানুষের কাছে মৃত্যু ছিল তুচ্ছ আর জীবনটা হয়ে গিয়েছিল অমরতার সমনাম। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দেখিয়েছিল বাঙালির প্রচেষ্টা, পরিকল্পনা তথা সাহসের মিলিত সমীকরণের সাফল্যকে। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন নামগুলি তখন মুখে মুখে ফিরছে। বনবিহারী দত্ত, কল্পনা দত্ত, নির্মল কুমার সেন প্রমুখ সহযোদ্ধাদের স্মৃতিতে, ডায়ারির পাতায়, চিঠির ভাঁজে, সাংবাদিকদের বিশ্লেষণে, পরিজনের নিবিড়ত্বে, ইতিহাসবিদের অনুভবে যেন আজও জীবন্ত হয়ে আছে এই বিদ্রোহের কাল ৷ সেদিনের সেই পরাধীনতার আঁধারে মাস্টারদার আহ্বান কীভাবে আলোর পথযাত্রীদের চরৈবেতির মন্ত্রে দীক্ষিত করেছিল, উঠে এল সেই স্মৃতিও। মাস্টারদার শেষ আহ্বান, তাঁর পত্রাবলি, জীবনপঞ্জি সহ এই দুই মলাটের মধ্যে চট্টগ্রাম বিদ্রোহের গোটা সময়টাই যেন তার সজীবতা ও উত্তাপ নিয়ে জেগে থাকল ।
Title
সূর্য সেন, চট্টগ্রাম সশস্র বিপ্লব ও স্বাধীনতা সংগ্রাম
প্রখ্যাত ঐতিহাসিক ড. Amolendu De-র জন্ম ১৯৩০ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় ইতিহাসের গুরু নানক অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পরও অশীতিপর এই মানুষটি নানা গবেষণাকর্মে ব্যাপৃত। অষ্টাদশ, ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতবর্ষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস ড. দে-র বিস্তত গবেষণার ক্ষেত্র। ভারতীয় নবজাগরণের চরিত্র এবং হিন্দু-মুসলমান সম্পর্কের প্রকৃতি পুনরাবিষ্কৃত হয়েছে তাঁর লেখায়। ভারতের স্বাধীনতা আন্দোলন, বিশেষত ভারতের জাতীয় বৈপ্লবিক আন্দোলনে (১৮৭৬-১৯৪৭) শ্রীঅরবিন্দের ভূমিকা সম্পর্কে তিনি আলোকপাত করেছেন সম্পূর্ণ নতুনভাবে। ধর্ম এবং রাজনীতি প্রসঙ্গে মহাত্মা গান্ধির ভাবনা নিয়েও তিনি আমাদের ভাবিয়েছেন ভিন্ন মার্গে। ইতালীয় ও জাপানি ভাষায় অনূদিত হয়েছে তাঁর একাধিক ইংরেজি ও বাংলা গবেষণাপত্র। এশিয়াটিক সোসাইটির প্রাক্তন সভাপতি এবং সাধারণ সম্পাদক, অধ্যাপক দে সম্প্রতি পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁর Theological Discourses in Indian History এবং Religious and Cultural, Pluralism: In Indian Historical Context -এর মাধ্যমে। ২০০৯ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর Historical of the Khaksar Movement in India (১৯৩১-১৯৪৭)Vols. I & II বরেণ্য ইতিহাসবিদদের প্রশংসা ও অভিনন্দন অর্জন করেছে।