লেখক পরিচিতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ এমএ। বর্তমানে সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক।
ফ্ল্যাপে লিখা কথা রাষ্ট্রপরিচালনায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বশীল ভূমিকা, কল্যাণধর্মী পদক্ষেপ, দূরদর্শীসম্পন্ন দৃঢ়তা তাঁকে এই সময়ে বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের সারিতে স্থান করে দিয়েছে। দেশে তাঁর প্রতি জনগণের বিরাট আস্থা প্রমাণ করে তিনি প্রকৃতপক্ষে একজন দরদী নেত্রী। ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, তা এখনও অব্যাহত রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হবার পর দেশে যে স্বৈরশাসকদের উত্থান ঘটেছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ মুছে ফেলার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তার বিরুদ্ধে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আজ জাতিকে ঐক্যবদ্ধ করেছে। দেশকে অন্ধকার থেকে তুলে এনে তিনি সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিত করেছেন। পিতার আদর্শের যোগ্য উত্তরসুরী হিসেব শেখ হাসিনা বাংলার মানুষের কল্যাণের স্বার্থে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে তাঁর শাসক হিসেব যোগ্যতা প্রমাণ করে। সততা ও আন্তরিকতা তাঁর জনপ্রিয়তার মল চাবিকাঠি। জীবনের পরোয়া তিনি কখনই করেননি বলেই বারবার মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছেন। দেশরত্ন শেখ হাসিনা গ্রন্থটির লেকাগুলি পড়লে শেখ হাসিনার চারিত্রিক দৃঢ়তার পরিচয় যেমন পাওয়া যায়, তেমনি তাঁর মানবিক হৃদয়ের স্পর্শও খুঁজে পাওয়া যাবে। তাঁর জন্মদিন উপলক্ষে লেখাগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশকালেই পাঠকনন্দিত হয়েছে
লেখক, সাংবাদিক ও সংদস সদস্য বেবী মওদুদ-এর জন্ম ১৯৪৮ সালের ২৩শে জুন। তার পিতা বিচারপতি আবদুল মওদুদ এবং মাতা হেদায়েতুন নেসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছােটবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন দৈনিক পত্রিকার ছােটদের পাতায়। লিখতে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, বাংলাদেশের নারী, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, ফজিলাতুননেছা রেণু (জীবনীগ্রন্থ), রােকেয়া পাঠ, আমার রােকেয়া, চিরন্তন প্রতিকৃতি-রােকেয়া, প্রতিবন্ধীদের আনন্দময় জীবন, প্রতিবন্ধিতা অভিশাপ নয়-প্রভৃতি উল্লেখযােগ্য। তাঁর শিশুতােষ রচনাগুলাের মধ্যে শেখ মুজিবের ছেলেবেলা, সুষি পুষি টুশি, দীপ্তর জন্যে। ভালােবাসা, টুনুর হারিয়ে যাওয়া, শান্তর আনন্দ, এক যে ছেলে আনু, মুক্তিযােদ্ধা মাণিক, কিশাের সাহিত্য সমগ্র, আবু আর বাবু, পুটুর জন্যে ছড়া ও কবিতা, টুনটুনি টুনটুন, রাসেলের গল্প, বাঙালির শুদ্ধনাম শেখ মুজিবুর রহমান, আমি রাজু উল্লেখযােগ্য। তাঁর সম্পাদিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। মৃত্যু ২৫শে জুলাই ২০১৪।